উইনস্টারে পক্ষ থেকে আয়োজিত হল নবোকল্লোল এক্সিবিশন

পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে চলছে সেল। মানুষও তেমনি ভিড় করে জিনিস কিনতে ব্যাস্ত। এবার উইনস্টারে পক্ষ থেকে শুরু হল একটি নতুন ধরনের এক্সিবিশন। এক্সিবিশনটি নাম নবোকল্লোল। খুব কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে।৬ ও ৭ এপ্রিল চলছে এই এক্সিবিশন। এই এক্সিবিশনে ঠিকানা দেশপ্রিয় পার্ক সাইবাবা মন্দিরে সংলগ্নে কলকাতা ২৯। প্রথম দিন থেকেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে হাতে গড়া বিভিন্ন জুয়েলারি থাকছে এখানে। তবে এই এক্সিবিশনে কর্ণধারা জানান যারা এখানে জয়েন্ট করতে ইচ্ছুক তারা এখানে সবাই যুক্ত হতে পারে। আমরা সবাইকেই সুযোগ দিই। বছরে বেশ কয়েকবার উইনস্টারে পক্ষ থেকে এই ধরনের এক্সিবিশন করা হয় বলে জানান কর্ণধারা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা