বৃহস্পতিবার মুশতাক আহমেদ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল জলসেবা
বৃহস্পতিবার পালিত হল পবিত্র ঈদ। আর এই ঈদ কে সামনে রেখে সাম্প্রদায়িকতার উর্দ্ধে চলে ভ্রাতিত্ব মিলন খাওয়া দাওয়া আনন্দ মজা হইহুল। তবে এই দিন ঈদ উপলক্ষে সকালে মুশতাক আহমেদ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল জল সেবা ক্যাম্প। ৫২ নং ওয়ার্ডে ১৫, মির্জা গালিব স্ট্রিট এ সন্নিকটে এই ক্যাম্পের আয়োজন হয়। নামাজ পড়ে আসার পর সাধারণ মানুষের জন্য এই জলসেবা ক্যাম্পের আয়োজন হয়। জল, সরবত, সিমই দেওয়া হয় কয়েক শো সাধারণ মানুষজনকে। তবে এই ক্যাম্পে বিশেষ ভূমিকায় দেখা যায় মাসিউর আহমেদ কামাল ওরফে ডন দা কে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে জল, সরবত দিতে দেখা যায় তাকে। তবে শুধু এই ধরনের সেবা নয়। বিভিন্ন সময় সমাজের স্বার্থে সামাজিকমূলক কাজ করে থাকেন মাসিউর আহমেদ কামাল ও সঞ্জয় গুপ্তা । তবে সমস্ত সাধারণ মানুষকে এই দিন মাসিউর আহমেদ কামাল এবং নূরজাহান বেগম সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন।
Comments