Posts

Showing posts from October, 2023

সুগার কসমেটিকস প্রসেনজিৎ চ্যাটার্জি সাথে দূর্গা পুজো

Image
সুগার কসমেটিকস প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দুর্গা পুজো উদযাপন করেছে ভাগ্যবান ১০ জন অংশগ্রহণকারী অষ্টমীর দিনে বাঙালি সুপারস্টারের সাথে দেখা করেছিলেন কলকাতা, ভারত, ২৫ অক্টোবর ২০২৩ - সুগার কসমেটিকস, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি কোম্পানি এবং জেড এবং সহস্রাব্দের গ্রাহকদের মধ্যে একটি কাল্ট ফেভারিট বাঙালি সুপারস্টার, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শীর্ষস্থানীয় অভিনেতা টনি লাহা রোয়ের, দিয়া মুখার্জি এবং আরাত্রিকা মাইতি সাথে একটি হৃদয়গ্রাহী উৎসবের মরসুম চিহ্নিত করেছে।এই চিত্তাকর্ষক আখ্যানটিতে, প্রসেনজিৎ তার ভক্তদের এই পুজো মরসুমে তার সাথে দেখা করার একটি অনন্য সুযোগ প্রসারিত করেছেন, উদযাপনে একটি অতিরিক্ত উত্তেজনা যোগ করেছেন। টিভি কমার্শিয়াল রাজ্যব্যাপী প্রচারিত হয়েছিল নেতৃস্থানীয় বাংলা প্রধান টেলিভিশন চ্যানেল জুড়ে এবং মূলধারার ডিজিটাল, সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং খুচরা টাচপয়েন্ট জুড়ে সম্প্রচারিত হয়েছিল। টিভিসি-তে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের একটি উত্তেজনাপূর্ণ সুযোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এই বলে যে, "শুধু একটি নম্বরে একটি মিস কল দিন, এবং আপনি অষ্টমীতে আমার...

কসবা যুবক সংঘে পরিচালনায় শ্রী শ্রী সার্ব্বজনীন দুর্গোউৎসবে শুভ উদ্ভোধন হল বুধবার

Image
বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উত্‍সব হল দুর্গাপুজা বা দুর্গোত্‍সব। হিন্দু দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করেই এই মহোত্‍সব। শাস্ত্রীয় বিধান মতে, আশ্বিন মাসের শুক্লপক্ষে এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গোত্‍সব পালন করা হয়। দক্ষিণ এশিয়ায় এই পুজাকে শরৎকালের বার্ষিক মহা উৎসব হিসাবে ধরা হয় তাই একে শারদীয় উৎসবও বলা হয়। কার্তিক মাসের ২য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত এই উৎসবকে মহালয়া, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও মহাদশমী নামে পালন করা হয়। রামায়ণ অনুসারে, অকালে বা অসময়ে দেবীর আগমন বা জাগরণ বলে বসন্তকালের দূর্গা উৎসবকে বাসন্তী পূজা বা অকালবোধনও বলা হয়।কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে দুর্গাপুজা সাড়ম্বরে পালন করা হয়। তবে বর্তমানে ভারতের একাধিক রাজ্যেই এই উত্‍সব বিশেষ ভাবে প্রাধান্য পাচ্ছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই উৎসবের জাঁকজমক সর্বাধিক। হলেও মহারাষ্ট্র, অসম, ওডিশাতেও মহাসমারোহে দুর্গাপুজা পালিত হয়।। পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশগুলিতে পশ্চিমবঙ্গের বাঙালিরা কর্মসূত্রে বসবাস করেন, সেখানেও মহাসমারোহে দুর্গোৎসব আয়োজিত হয়ে থাকে। এই কারণে সারা ব...

কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা পরিচালনায় বস্ত্র বিতরণ

Image
আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর ধরে মানুষ এই দিনটিরই অপেক্ষায় থাকে। পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারপরই উমা আসবে ঘরে। তবে এই পুজো ধনী দরিদ্র ভেদাভেদ করে না মা দূর্গা। তবুও দেখা যায়, একটা শ্ৰেণীর মানুষ এখনও জাঁকজমক থেকে বঞ্চিত। সাধ থাকলেও নতুন জামা কাপড় পরার সাধ্য নেই তাঁদের।তাই এবার সেই সমস্ত অসহায় বাচ্ছাদের পুজোর মুখে তাদের হাতে নববস্ত্র তুলে দিয়ে হাসি ফোটালেন কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা। তাঁদের যৌথ উদ্যোগে রবিবার স্টেশন গৌরদহ এলাকা চত্বরে ছোট ছোট বাচ্ছাদের জামা প্যান্ট ও বয়স্কদের বস্ত্র বিতরণ করলেন তারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, এই বার্তাটি রাখলেন। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবার সেগেটারি সন্দীপ(সোনা )পাল বলেন আমাদের প্রিয় দাদা মোহনবাগান ক্লাব সচিব দেবাশীষ দত্তর অনুপ্রেরণায় আমরা এই ধরনের কাজ করে থাকি। আজও করছি। এটা নতুন নয় এর আগে বহু সময় সামাজ সেবামূলক কাজ করেছি আমরা। আগামী দিনও করবো। এটাই আমাদের মূল লক্ষ। তবে এই ভাবেই সমাজে মানুষের ...

আকাশ মিউজিকে পরিচালনায় আয়োজিত হল এক সংগীতানুষ্ঠান

Image
বাজলো তোমার আলোর রেনু গানের এই ট্যাক লাইনটি শুনে মনে হয় সেই পুরো দিনের সেই দূর্গাপুজো আনন্দে অনুভূতি। কিন্তু আজও এই ট্যাক লাইনে মাধ্যমে মনে হয় পুজো শুরু হয়ে গেছে। বাজলো তোমার আলোর রেনু।শনিবার মহালয়া তীরে মাতৃপক্ষে সভাবাজার রাজ বাড়ি নাগ মন্দিরে আকাশ মিউজিক এ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সুরেলা সংগীতাংশ অনুষ্ঠান। যেখানে গানে তালে তালে বাজালো তোমার আলোর রেনু এই ট্যাক লাইনে বেশ জমজমাট অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। সমবৃত সংগীত, ঐক্য সংগীত নৃত্যে মাধ্যমে এই দিনের সুরেলা সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানটি বেশ সুন্দর ভাবে আয়োজিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন, বিশিষ্ট সমাজেবী মনোতোষ বেরা, অনির্বান সামস্ত, ধনঞ্জয় মন্ডল, সহ্য বহু বিশিষ্টজনেরা। তবে মহালয়া পূর্ণলগ্নে যখন গোটা বাঙালির মনে আনন্দে উল্লাস ঠিক তখননি আকাশ মিউজিকে কর্ণধার সঞ্জীব অধিকারী এই অনুষ্ঠান সবাইয়ের মনকে এক সতেজ করে তুলে ছিল এই দিন।

রেলবিহার পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যদের মহালয়া আবাসন পরিক্রমা

Image
মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর হাতে গোনা দিনের অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। এই দিন পূর্ব পুরুষদের স্বরণ করে গঙ্গা ঘাটে দর্পন করে জল দেওয়া নিয়ম আদি কাল থেকে হয়ে আসছে। তাই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় দেখা যায়। ২০২৩এ মহালয়া আগমন হয়েছে ১৩ অষ্টবর শনিবার। এই দিন রেলবিহার পুজো কমিটি সমস্ত সদস্যদের এক অন্য রূপে দেখা গেল। পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যরা ভোরেবেলা ঢাকি বাজিয়ে আবাসন পরিক্রমা করলেন ধুমধাম করে। আনন্দপুর কলকাতা ৭০০১০৭ এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে। তবে এই দিনের এই মহালয়া পরিক্রমা ছিল দেখার মতো।

লোক নায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২ত্তম জন্মদিবস পালন করলেন জনতা দল (ইউনাইটেড)

Image
নিজস্ব প্রতিনিধি :-(গীতা মন্ডল )১১ই অক্টোবর ২০২৩, জনতা দল (ইউনাইটেড),পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২তম জন্মদিবস পালন করা হয়। লোকনায়কের রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতার লড়াই, সমাজবাদ প্রতিষ্ঠার সংকল্প, সপ্তক্রান্তি বিপ্লব, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব ও সাধারণ মানুষকে একত্রিত করে গণতান্ত্রিক সংগ্রাম ও ফলস্বরূপ জনতা পার্টির সরকার গঠন আলোচিত হয় । এই দিনটি জনতা দল (ইউনাইটেড) এর পক্ষে কলিকাতার শ্যামবজারের বীরেন্দ্র মঞ্চে “সাম্প্রদায়িক দুর্নীতি বিরোধী সভা” রূপে প্রতিপালিত হয়।পাঁচশো অধিক প্রতিনিধি যোগদান করেন। সভার সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য জনতা দল (ইউনাইটেড) এর সভাপতি শ্রী অমিতাভ দত্ত ও প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ জনাব গোলাম রসুল বলিয়াভী। অন্যান্য বক্তা - শ্রী সুভাষ সিং, শ্রী কাশিনাথ রায়, শ্রী দিলিপ প্রামাণিক প্রমুখ। নিম্নলিখিত রাজনৈতিক প্রস্তাব : – সর্বভারতীয় স্তরে I. N. D. I. A. জোট গঠন ও তাকে শক্তিশালী করা। সারাদেশে জাতিগত জনগণনা সেন্সাসের মাধ্যমে পরিচালিত করার দাবী ও সামাজিক সমস্যা মূল্যায়ন ও সমাধ...

ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনে উদ্যোগে বস্ত্র বিতরণ

Image
পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই প্রত্যেকে কেনা কাঁটা চলছে জোরকদমে। কিন্তু এই বস্ত্র যারা কিনতে পারে না তাঁদের জন্য যেন পুজো আনন্দে মুখভার। শিশুরা স্ল্যান মুখে প্যান্ডেল সমানে দাঁড়িয়ে থাকলে মনে মায়ের এ কি বিচার কেউ নতুন জামা কাপড় পড়ে হাসি মুখে মা কে দর্শন করছে। আর কেউ একটু জামা কাপড় বা ভালো খাবারে জন্য কারো কাছে হাত পাতছে। তবে এই শিশুদের মুখে এবার হাসি ফোটালেন ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশন সংস্থা। রবিবার এই সংস্থার উদ্যোগে পথচারি শিশুদের হাতে বস্ত্র তুলে দিলেন। আর সেই বস্ত্র পেয়ে খুশি ছোট ছোট বাচ্ছারা। ব্যারাকপুর স্টেশনে উপর বেশ কয়েকজন শিশুদের বস্ত্র দেন এই সংস্থার সদস্যরা। তবে এই কাজ নতুন নয় মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে ডক্টর শ্যামা প্রসাদ হেলথ মিশন। এই দিন উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী,শ্রীষেন্দু ব্যানার্জী, ওঁকারনাথ চক্রবর্তী, মহেন্দ্র দাস,শ্রীমন্তীনি গুপ্ত, টুম্পা চক্রবর্তী, সুপ্রকাশ চৌধুরী, আয়ুষ্মান চক্রবর্তী সহ আরও অনেকে।

সিলভার ওক এস্টেট দুর্গো উৎসব ২০২৩

Image
সিলভার ওক এস্টেট ঝাঁকা মাথায় জীবন করি ফেরী ঝাঁকায় এবার মা কে শরণ করি 'আশ্বিনের শারদ প্রাতে' আলোক মঞ্জির বাজিয়ে , বাংলার বুকে দেবীপক্ষের সূচনা হয়। এটা কেবল একটি পূজা নয়, সাংস্কৃতিক মিলনোৎসব ও বটে! গোটা বাংলা সেজে ওঠে মেয়ে উমাকে বরণ করে নেওয়ার জন্য। দেবী আরাধনায় সিলভার ওক এস্টেট (কালী পার্ক, রাজারহাট মেইন রোড, কলকাতা -৭০০১৩৬) প্রতিবার ই সেজে ওঠে অপরূপ রূপে। এবারে আমাদের অষ্টম বর্ষের থিম হলো ঝাঁকা। ঝাঁকা হল বেত বা বাঁশের তৈরি গভীর পাত্র যা জিনিসপত্র বহনের কাজে লাগে। এই থিম এর মাধ্যমে আমরা সম্মান জানাই নিরলস পরিশ্রম করে যাওয়া শ্রমিক মজুর দের যাঁরা এক কালে ঝাঁকায় করে বয়ে নিয়ে যেতেন মাল পত্র, ঝাঁকা মুটে। এনারাই হলেন আজকের ডেলিভারি বয়দের আদি পুরুষ। এই ইতিহাসের কথা মনে রেখেই আমাদের প্যান্ডেল এ আমরা তুলে ধরেছি ঝাঁকা থেকে আজকের ডেলিভারির ইতিবৃত্ত। আমাদের দুর্গা প্রতিমা হলো মাতৃ আরাধনার কেন্দ্রবিন্দু। এই প্রতিমার রূপদানে আছেন স্বনাধন্য শিল্পী প্রদীপ রুদ্র পাল। সিলভার ওক এস্টেট এর পুজোয় সাং্কৃতিক অনুষ্ঠান হলো এখানকার অন্যতম আকর্ষন। আমাদের প্রতিভাবান কচিকাঁচা থেকে শুরু করে ব...

আদিবাসী জাগরণ সম্মেলন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে

Image
বুধবার আদিবাসী জাগরণ সম্মেলন হয়ে গেলো কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। সংগ্রামি আদিবাসী মঞ্চ এ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। আদিবাসীদের দাবী দাওয়া অধিকার, এই সব কিছু নিয়েই মূল এই দিনের বৈঠকে আলোচনা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য ছিল মোদী হঠাৎ দেশ বাঁচাও। আদিবাসীদের মূল অভিযোগ কেন্দ্র nrc নামে জমি থেকে মানুষকে বিতাড়িত করা যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এই বৈঠকে মধ্যে। তারা বলেন সংসদে দাঁড়িয়ে গণতন্ত্র কে ধ্বংস করছে দেশের প্রধান মন্ত্রী। পাশাপাশি দিল্লী ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা নিদ্রনীয়। এই গুলো কে আমরা সমর্থন করি না। সংবিধান, দেশ জাতি ও আদিবাসীদের জল জঙ্গল জমি অধিকার রক্ষার লক্ষ্যে আদিবাসী জাগরণ সম্মেলনের এই দিনের বৈঠক ছিল মূল আলোচনার বিষয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি সুবল চন্দ্র সরদার,পৃথিবী মাঝি, নরেশ মুরমুর, সানা উল্লা খান, সহ্য আরও অনেক বিশিষ্ট বর্গরা।

ফার্স্ট এইড কাউন্সিল অব ইন্ডিয়া(কলকাতা চ্যাপ্টার)এর উদ্যোগে হয়ে গেল ফার্স্ট এইড স্পেশালিস্ট পোগ্রাম রোটারি সদন কলকাতায়

Image
ফার্স্ট এইড জ্ঞান ব্যক্তি এবং আপনার সম্প্রদায় উভয়ের জন্যই অমূল্য। তাই ফার্স্ট এইড প্রত্যয়িত হওয়া শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবেই আপনাকে উপকৃত করে না বরং এটি আপনার পরিবার পর্যন্ত প্রসারিত হয়, বন্ধু, সহকর্মী এবং এমনকি সমগ্র সম্প্রদায়। ফার্স্ট এইড কাউন্সিল অফ ইন্ডিয়া (এফএসিআই) এই ক্ষেত্রে আমাদের দেশের অগ্রগামী সংস্থা। এটি উপলব্ধ করা হয় কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থান ভিত্তিক 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম ফ্রেশারদের জন্য গ্রামীণ এবং কোয়াক প্র্যাকটিশনার, ফার্মাসিস্ট, আয়ুর্বেদ অনুশীলনকারী, হোমিওপ্যাথিক সহ শহরাঞ্চল আমাদের সমাজে অনুশীলনকারী এবং সাধারণ স্বাস্থ্য অনুশীলনকারীরা তাদের অনুশীলনগুলিকে সঠিকভাবে আপগ্রেড করার জন্য ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে যথা-। 1. ঝাড়খণ্ড স্টেট ওপেন ইউনিভার্সিটি 2. এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (মণিপুর) 3. অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয় (ভোপাল) ইত্যাদি। প্রোগ্রামের নাম: ফার্স্ট এইড স্পেশালিস্ট 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম সফলভাবে সমাপ্ত করার পরে ফার্স্ট এইডার নিম্নলিখিতগুলি পাবেন সরাসরি সুবিধা- 1. তারা ক্লিনিক খুলতে পারে এবং ...

মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা ও কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

Image
কলকাতায় ফের চোখরাঙাচ্ছে ডেঙ্গি। কলকাতা ও সংলগ্ন শহরতলীতে। গত বছর ২৫ শে জুলাই পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৬২৬। শহরের বিভিন্ন জায়গায় যেখানে বৃষ্টির জল জমে বা জল জমে থাকে সেই সব জায়গায় মশার লাভের আঁতুড়ঘর। সেই সব জায়গায় ঠিকমত নজরদারি না হলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। পৌরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ম্যালেরিয়ার মশা মূলত রাত ১০ টা থেকে ভোর ৪টে পর্যন্ত কামড়ায়। কিন্তু মশারি টাঙানোর প্রবনতা কম থাকায় সমস্যা বাড়ছে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার সচেতনতা চলছে বিভিন্ন জায়গায় জায়গায়। মাইকে প্রচার , ব্লিচিং পাউডার ছড়ানো , স্পে করা সব কিছুই চলছে জোর কোদমে। ঠিক তেমনি মোহনবাগান ফ্যানস্ ক্লাব কসবা ও কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে সোমবার (২ রা অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধ অভিযান করা হয়। এই দিন বাড়িতে বাড়িতে , রাস্তাঘাট ও গলিতে গলিতে ব্লিচিং পাউডার দেওয়া হয়। মোহনবাগান ফ্যানস ক্লাব কসবা সারা বছরই কিছু না কিছু জনসেবামূলক কর্মকান্ড করে থাকে। কিছুদিন আগেই *রক্তদান শিবির* তারপর *ডেঙ্গু প্রতিরোধে অভিযান* তারই সাথে বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয় নববস্ত্র...