রেলবিহার পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যদের মহালয়া আবাসন পরিক্রমা
মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর হাতে গোনা দিনের অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। এই দিন পূর্ব পুরুষদের স্বরণ করে গঙ্গা ঘাটে দর্পন করে জল দেওয়া নিয়ম আদি কাল থেকে হয়ে আসছে। তাই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় দেখা যায়। ২০২৩এ মহালয়া আগমন হয়েছে ১৩ অষ্টবর শনিবার। এই দিন রেলবিহার পুজো কমিটি সমস্ত সদস্যদের এক অন্য রূপে দেখা গেল। পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যরা ভোরেবেলা ঢাকি বাজিয়ে আবাসন পরিক্রমা করলেন ধুমধাম করে। আনন্দপুর কলকাতা ৭০০১০৭ এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে। তবে এই দিনের এই মহালয়া পরিক্রমা ছিল দেখার মতো।
Comments