লোক নায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২ত্তম জন্মদিবস পালন করলেন জনতা দল (ইউনাইটেড)

নিজস্ব প্রতিনিধি :-(গীতা মন্ডল )১১ই অক্টোবর ২০২৩, জনতা দল (ইউনাইটেড),পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২তম জন্মদিবস পালন করা হয়। লোকনায়কের রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতার লড়াই, সমাজবাদ প্রতিষ্ঠার সংকল্প, সপ্তক্রান্তি বিপ্লব, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব ও সাধারণ মানুষকে একত্রিত করে গণতান্ত্রিক সংগ্রাম ও ফলস্বরূপ জনতা পার্টির সরকার গঠন আলোচিত হয় । এই দিনটি জনতা দল (ইউনাইটেড) এর পক্ষে কলিকাতার শ্যামবজারের বীরেন্দ্র মঞ্চে “সাম্প্রদায়িক দুর্নীতি বিরোধী সভা” রূপে প্রতিপালিত হয়।পাঁচশো অধিক প্রতিনিধি যোগদান করেন। সভার সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য জনতা দল (ইউনাইটেড) এর সভাপতি শ্রী অমিতাভ দত্ত ও প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ জনাব গোলাম রসুল বলিয়াভী। অন্যান্য বক্তা - শ্রী সুভাষ সিং, শ্রী কাশিনাথ রায়, শ্রী দিলিপ প্রামাণিক প্রমুখ। নিম্নলিখিত রাজনৈতিক প্রস্তাব : – সর্বভারতীয় স্তরে I. N. D. I. A. জোট গঠন ও তাকে শক্তিশালী করা।
সারাদেশে জাতিগত জনগণনা সেন্সাসের মাধ্যমে পরিচালিত করার দাবী ও সামাজিক সমস্যা মূল্যায়ন ও সমাধানের রাস্তা বাহির করা। দলের সর্বমান্য নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের I.N.D.I.A. জোট গঠনের ও বিহারে জাতীগত জনগণনা সম্পুর্ণ করে সারা দেশে নতুন দিগদর্শনের জন্য দল বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানায়। সারাদেশে ক্রমবর্দ্ধমান বেকার বৃদ্ধি , কেন্দ্রীয় সরকারের অর্থনীতির ফলে cronic capitalism এর সৃষ্টি ও পশ্চিমবাংলার নিরিখে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৫০ লক্ষ পার হওয়া রাজ্য ও কেন্দ্র সরকারের সর্বতো ব্যার্থতার প্রতিবাদে সর্বাত্মক সংগ্রামে ব্রতী হওয়ার অঙ্গীকার। দ্রব্যমূল্যবৃদ্ধিতে সমগ্র দেশের মানুষের নাভিঃশ্বাস। কেন্দ্র সরকারের চরম ব্যার্থতা ও রাজ্য সরকার নিষ্ক্রিয় দর্শক মাত্র। গণতান্ত্রিক ব্যবস্থাকে পদদলিত করে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন দল মানুষের অধিকারকে খর্ব করে সংবিধানকে অস্বীকার করার প্রবণতাকে তীব্র প্রতিরোধ।পশিমবাংলায় আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে দুর্নীতি ও গুন্ডাগর্দির ওপরে ভিত্তি করে রাজনীতির তীব্র প্রতিবাদ।প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার পূর্ণ বিরোধিতা। কৃষিজীবি ও মৎস্যজীবী মানুষ ও শ্রমিক সম্প্রদায়ের বিপর্যয়, অনিয়ন্ত্রিত বহুজাতিকের প্রবেশ ও বেসরকারিকরণের ফল প্রতিহত করার আহ্বান। বন্যা ও নদী ভাঙ্গন রুখতে রাজ্য সরকারের কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাব ও সদিচ্ছার অনুপস্থিতি। ডেঙ্গু মোকাবিলার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, ও পরিবহণের হাল বেহাল। রাজ্যে যত্রতত্র মদের দোকান খুলে অ্যালকোহল অর্থনীতি (alcohol economy) র প্রতিষ্ঠার তীব্র বিরোধ। (এস. ভট্টাচার্য) অফিস সম্পাদক

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব