আদিবাসী জাগরণ সম্মেলন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে
বুধবার আদিবাসী জাগরণ সম্মেলন হয়ে গেলো কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। সংগ্রামি আদিবাসী মঞ্চ এ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। আদিবাসীদের দাবী দাওয়া অধিকার, এই সব কিছু নিয়েই মূল এই দিনের বৈঠকে আলোচনা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য ছিল মোদী হঠাৎ দেশ বাঁচাও। আদিবাসীদের মূল অভিযোগ কেন্দ্র nrc নামে জমি থেকে মানুষকে বিতাড়িত করা যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এই বৈঠকে মধ্যে। তারা বলেন সংসদে দাঁড়িয়ে গণতন্ত্র কে ধ্বংস করছে দেশের প্রধান মন্ত্রী। পাশাপাশি দিল্লী ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা নিদ্রনীয়। এই গুলো কে আমরা সমর্থন করি না। সংবিধান, দেশ জাতি ও আদিবাসীদের জল জঙ্গল জমি অধিকার রক্ষার লক্ষ্যে আদিবাসী জাগরণ সম্মেলনের এই দিনের বৈঠক ছিল মূল আলোচনার বিষয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি সুবল চন্দ্র সরদার,পৃথিবী মাঝি, নরেশ মুরমুর, সানা উল্লা খান, সহ্য আরও অনেক বিশিষ্ট বর্গরা।
Comments