মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা ও কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

কলকাতায় ফের চোখরাঙাচ্ছে ডেঙ্গি। কলকাতা ও সংলগ্ন শহরতলীতে। গত বছর ২৫ শে জুলাই পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৬২৬। শহরের বিভিন্ন জায়গায় যেখানে বৃষ্টির জল জমে বা জল জমে থাকে সেই সব জায়গায় মশার লাভের আঁতুড়ঘর। সেই সব জায়গায় ঠিকমত নজরদারি না হলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। পৌরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ম্যালেরিয়ার মশা মূলত রাত ১০ টা থেকে ভোর ৪টে পর্যন্ত কামড়ায়। কিন্তু মশারি টাঙানোর প্রবনতা কম থাকায় সমস্যা বাড়ছে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার সচেতনতা চলছে বিভিন্ন জায়গায় জায়গায়। মাইকে প্রচার , ব্লিচিং পাউডার ছড়ানো , স্পে করা সব কিছুই চলছে জোর কোদমে।
ঠিক তেমনি মোহনবাগান ফ্যানস্ ক্লাব কসবা ও কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে সোমবার (২ রা অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধ অভিযান করা হয়। এই দিন বাড়িতে বাড়িতে , রাস্তাঘাট ও গলিতে গলিতে ব্লিচিং পাউডার দেওয়া হয়। মোহনবাগান ফ্যানস ক্লাব কসবা সারা বছরই কিছু না কিছু জনসেবামূলক কর্মকান্ড করে থাকে। কিছুদিন আগেই *রক্তদান শিবির* তারপর *ডেঙ্গু প্রতিরোধে অভিযান* তারই সাথে বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয় নববস্ত্র দান । আগামী ১৫ই অক্টোবর গৌউরদহ অঞ্চলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে ছোট ছোট শিশুদের, বয়স্ক মহিলা ও পুরুষদের নববস্ত্র প্রদান করা হবে। এই সবই এনারা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি *মাননীয় শ্রী দেবাশীষ দত্তের* অনুপ্রেরণায় এই সব কর্মকাণ্ড। মোহনবাগান ফ্যানস্ ক্লাবের চেয়ারম্যান রাঘবেন্দ্র রায়চৌধুরী , সভাপতি মিহির পাল ও সম্পাদক সন্দীপ (সোনা) পালের উদ্যোগে এই কর্মসূচি।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব