ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনে উদ্যোগে বস্ত্র বিতরণ
পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই প্রত্যেকে কেনা কাঁটা চলছে জোরকদমে। কিন্তু এই বস্ত্র যারা কিনতে পারে না তাঁদের জন্য যেন পুজো আনন্দে মুখভার। শিশুরা স্ল্যান মুখে প্যান্ডেল সমানে দাঁড়িয়ে থাকলে মনে মায়ের এ কি বিচার কেউ নতুন জামা কাপড় পড়ে হাসি মুখে মা কে দর্শন করছে। আর কেউ একটু জামা কাপড় বা ভালো খাবারে জন্য কারো কাছে হাত পাতছে। তবে এই শিশুদের মুখে এবার হাসি ফোটালেন ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশন সংস্থা। রবিবার এই সংস্থার উদ্যোগে পথচারি শিশুদের হাতে বস্ত্র তুলে দিলেন। আর সেই বস্ত্র পেয়ে খুশি ছোট ছোট বাচ্ছারা। ব্যারাকপুর স্টেশনে উপর বেশ কয়েকজন শিশুদের বস্ত্র দেন এই সংস্থার সদস্যরা। তবে এই কাজ নতুন নয় মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে ডক্টর শ্যামা প্রসাদ হেলথ মিশন। এই দিন উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী,শ্রীষেন্দু ব্যানার্জী, ওঁকারনাথ চক্রবর্তী, মহেন্দ্র দাস,শ্রীমন্তীনি গুপ্ত, টুম্পা চক্রবর্তী, সুপ্রকাশ চৌধুরী, আয়ুষ্মান চক্রবর্তী সহ আরও অনেকে।
Comments