কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা পরিচালনায় বস্ত্র বিতরণ
আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর ধরে মানুষ এই দিনটিরই অপেক্ষায় থাকে। পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারপরই উমা আসবে ঘরে। তবে এই পুজো ধনী দরিদ্র ভেদাভেদ করে না মা দূর্গা। তবুও দেখা যায়, একটা শ্ৰেণীর মানুষ এখনও জাঁকজমক থেকে বঞ্চিত। সাধ থাকলেও নতুন জামা কাপড় পরার সাধ্য নেই তাঁদের।তাই এবার সেই সমস্ত অসহায় বাচ্ছাদের পুজোর মুখে তাদের হাতে নববস্ত্র তুলে দিয়ে হাসি ফোটালেন কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা।
তাঁদের যৌথ উদ্যোগে রবিবার স্টেশন গৌরদহ এলাকা চত্বরে ছোট ছোট বাচ্ছাদের জামা প্যান্ট ও বয়স্কদের বস্ত্র বিতরণ করলেন তারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, এই বার্তাটি রাখলেন। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবার সেগেটারি সন্দীপ(সোনা )পাল বলেন আমাদের প্রিয় দাদা মোহনবাগান ক্লাব সচিব দেবাশীষ দত্তর অনুপ্রেরণায় আমরা এই ধরনের কাজ করে থাকি। আজও করছি। এটা নতুন নয় এর আগে বহু সময় সামাজ সেবামূলক কাজ করেছি আমরা। আগামী দিনও করবো। এটাই আমাদের মূল লক্ষ। তবে এই ভাবেই সমাজে মানুষের জন্য কাজ করে চলেছে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা।
Comments