আকাশ মিউজিকে পরিচালনায় আয়োজিত হল এক সংগীতানুষ্ঠান
বাজলো তোমার আলোর রেনু গানের এই ট্যাক লাইনটি শুনে মনে হয় সেই পুরো দিনের সেই দূর্গাপুজো আনন্দে অনুভূতি। কিন্তু আজও এই ট্যাক লাইনে মাধ্যমে মনে হয় পুজো শুরু হয়ে গেছে। বাজলো তোমার আলোর রেনু।শনিবার মহালয়া তীরে মাতৃপক্ষে সভাবাজার রাজ বাড়ি নাগ মন্দিরে আকাশ মিউজিক এ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সুরেলা সংগীতাংশ অনুষ্ঠান। যেখানে গানে তালে তালে বাজালো তোমার আলোর রেনু এই ট্যাক লাইনে বেশ জমজমাট অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। সমবৃত সংগীত, ঐক্য সংগীত নৃত্যে মাধ্যমে এই দিনের সুরেলা সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানটি বেশ সুন্দর ভাবে আয়োজিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন, বিশিষ্ট সমাজেবী মনোতোষ বেরা, অনির্বান সামস্ত, ধনঞ্জয় মন্ডল, সহ্য বহু বিশিষ্টজনেরা। তবে মহালয়া পূর্ণলগ্নে যখন গোটা বাঙালির মনে আনন্দে উল্লাস ঠিক তখননি আকাশ মিউজিকে কর্ণধার সঞ্জীব অধিকারী এই অনুষ্ঠান সবাইয়ের মনকে এক সতেজ করে তুলে ছিল এই দিন।


Comments