Posts

১১ ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে নযুবক নাগরিক সংঘ গণেশ পুজো

Image
১১ত্তম বর্ষ এ পদার্পন করল ন যুবক নাগরিক সংঘে গণেশ পুজো! প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে গণেশ পুজো সারছেন ন যুবক নাগরিক সংঘ। পুজো পাশাপাশি থাকছে ভোগ বিতরণ, বস্ত্র বিতরণ কোথাও কোন খামতি রাখছেন না পুজো উদ্যোক্তারা। বুধবার সংস্থার সদস্যবৃন্দ সহ্য এবং ৪৫ নং ওয়ার্ডে কাউন্সিলার সন্তোষ পাঠকের হাত ধরেই পুজো শুভ সূচনা হয়। তবে অনুষ্ঠানে সমস্ত সদস্য বৃন্দদের আপায়নের এক বিশেষ ভূমিকায় দেখা যায় সংস্থার জেনারেল সেগেটারি পবন প্যান্ডেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশল পান্ডে, সভাপতি উমাকান্ত আগরওয়াল, আরভীন তিয়ারি, মুকেশ সিংহা সহ্য আরও অনেকে।

সমাজ সেবা সমিতি গণেশ পুজো শুভ উদ্ভোধন হল মঙ্গলবার

Image
১৪ ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে সমাজসেবা সমিতি গণেশ পুজো! আর তারই শুভ উদ্ভোধন হল মঙ্গলবার! সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতে শুভ সূচনা হল এই দিন! সংস্থার জেনারেল সেগেটারি আন্দান সিং ও কনভেনার নরেন্দ্র শর্মা উদ্যোগে প্রতি বছরে মতো এ বছর ও গণপতি বাপ্পার আরোধনা হতে চলেছে! তবে তাঁদের এই পুজোতে শোকে ছায়ায় মর্মাহত পুজো পরিবেশ! কারণ পুজো শুরুতেই তাঁদের এক সহকর্মী প্রয়াত হলেন! মঙ্গলবারই শুভ উদ্ভোধনের দিনেই হৃদরোগে আক্রান্ত হয় তাঁদেরই সহকর্মী সুশীল কুমার তিয়ারি! তাই প্রতি বছরে মতো এ বছর তাঁদের গণপতি বাপ্পা আরোধনা ধুমধাম করে নয়! ছোট করে পুজো সারতে চাইছেন পুজো উদ্যোগক্তারা!

মেট্রোপলিটন চ্যারিটেবল ট্রাস্ট এ উদ্যোগ এ আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান

Image
শুভ জন্ম অষ্টমী উপলক্ষে মেট্রো পলিটন চ্যারিটেবল ট্রাস্ট এ উদ্যোগ এ আয়োজিত হল এক সাংস্কৃতি অনুষ্ঠান! এই দিন বাচ্ছাদের কইজ কনন্টেস থেকে শুরু করে দই হ্যান্ডি প্রতিযোগিতা, এছাড়াও ছিল কুকিং প্রতিযোগিতা, সাথে ছিল ছোট ছোট বাচ্ছাদের রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে পালিত হল এই অনুষ্ঠান! মেট্রোপ্লিটন দূর্গা মন্দিরে ভিত্তর আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান! অনুষ্ঠান এ প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে দেখা যায় মাননীয়া পৌরপিতা জীবন সাহা মহাশয় কে! তবে তার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ! তবে অনুষ্ঠান এ পাশাপাশি ভোগ বিতরণ করা হয়!

স্বতন্ত্রত দিবস সমারোহ 2022

Image
15 ই আগস্ট দেশজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস! দিনটি কে জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল! ঠিক তেমনি লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত হল স্বতন্ত্রত দিবস সমারোহ 2022! সমাজের কাজের যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন মানুষ জন্য তাঁদেরকে দেওয়া হয়েছে বিশেষ সম্মোধনা! এছাড়া ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা! তবে এই দিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল একটি স্পেশাল চাইল্ডকে হুইল চিয়ার দেওয়া হয়! এবং সম্মোধনা পাশাপাশি দেওয়া হয় গিফট! তবে সমগ্র অনুষ্ঠানটি উদ্যোগতা কমল সুনকর ও সস্ত্রীক পিংকি সুনকর অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা যায়!

Ajc বস রোড সোশ্যাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এ পরিচালনায় রক্তদান শিবির

Image
সোমবার ajc বস রোড সোশ্যাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! 184 ajc বস রোড মল্লিক বাজার রোড়ে ওপর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! যেখানে এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 61 নং ওয়ার্ডে কাউন্সিলার মানজার ইকবাল,আজাহার ইকবাল,mla বাবুল সপ্রিয়, এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা! তবে এই দিন 61 নং ওয়ার্ডে কাজের মানুষ কাছের মানুষ মানজার ইকবাল তার নিজের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফ্লাক হোস্টিং করেন! এবং ছোট ছোট বাচ্ছাদের হাতে লজেন্স তুলে দেন!

আরিব ফাউন্ডেশন এ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়! থাকে না সাম্প্রদায়িক বিধি নিষেদ! তাই বিভিন্ন জায়গায় রক্তের চাহিদার জন্য চলে ব্লাড ডোনেশন ক্যাম্প! ঠিক তেমনি আরিব ফাউন্ডেশন এ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির! তবে শুধু রক্তদান শিবির নয় সাথে ছিল হেলথ চেকাপ ক্যাম্প ও আই ক্যাম্প! তবে এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই ক্যাম্প! এবং চেকাপ ক্যাম্পে সেবা ও নেন সাধারণ মানুষ! অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মঙ্গলনুল হ্যাপিয়ে মোল্লা, জিয়া খান, জয়া হাসান, সুদীপ ব্যানার্জী, সহ্য আরও অনেকে! তবে সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় পরিচালনায় করতে দেখা যায় সেক্রেটারি কনভেনার রুখসানা বেগম ও কামরান হোসেন!

তৃণমূল কংগ্রেস তপসিলি জাতি ও উপজাতি সেলের তরফে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব

Image
বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে 58 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপসিলি জাতি ও উপজাতি সেলের তরফ থেকে সমস্ত পথচারি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হল এই দিন! অনুষ্ঠানে প্রধান উদ্যোগক্তা সভাপতি অলক কুমার খাটুয়া উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়! 12ও19 নং গোবিন্দ খটিক রোড়ে ওপর এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! যেখানে বিভিন্ন সাম্প্রদায়িকতা উর্ধে সমস্ত মানুষকে ভ্রাতিত্বপূর্ণ মিলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার সন্দীপন সাহা! এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা!