Ajc বস রোড সোশ্যাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এ পরিচালনায় রক্তদান শিবির
সোমবার ajc বস রোড সোশ্যাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! 184 ajc বস রোড মল্লিক বাজার রোড়ে ওপর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! যেখানে এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 61 নং ওয়ার্ডে কাউন্সিলার মানজার ইকবাল,আজাহার ইকবাল,mla বাবুল সপ্রিয়, এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা! তবে এই দিন 61 নং ওয়ার্ডে কাজের মানুষ কাছের মানুষ মানজার ইকবাল তার নিজের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফ্লাক হোস্টিং করেন! এবং ছোট ছোট বাচ্ছাদের হাতে লজেন্স তুলে দেন!
Comments