স্বতন্ত্রত দিবস সমারোহ 2022
15 ই আগস্ট দেশজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস! দিনটি কে জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল! ঠিক তেমনি লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত হল স্বতন্ত্রত দিবস সমারোহ 2022! সমাজের কাজের যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন মানুষ জন্য তাঁদেরকে দেওয়া হয়েছে বিশেষ সম্মোধনা! এছাড়া ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা! তবে এই দিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল একটি স্পেশাল চাইল্ডকে হুইল চিয়ার দেওয়া হয়! এবং সম্মোধনা পাশাপাশি দেওয়া হয় গিফট! তবে সমগ্র অনুষ্ঠানটি উদ্যোগতা কমল সুনকর ও সস্ত্রীক পিংকি সুনকর অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা যায়!
Comments