আরিব ফাউন্ডেশন এ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়! থাকে না সাম্প্রদায়িক বিধি নিষেদ! তাই বিভিন্ন জায়গায় রক্তের চাহিদার জন্য চলে ব্লাড ডোনেশন ক্যাম্প! ঠিক তেমনি আরিব ফাউন্ডেশন এ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির! তবে শুধু রক্তদান শিবির নয় সাথে ছিল হেলথ চেকাপ ক্যাম্প ও আই ক্যাম্প! তবে এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই ক্যাম্প! এবং চেকাপ ক্যাম্পে সেবা ও নেন সাধারণ মানুষ! অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মঙ্গলনুল হ্যাপিয়ে মোল্লা, জিয়া খান, জয়া হাসান, সুদীপ ব্যানার্জী, সহ্য আরও অনেকে! তবে সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় পরিচালনায় করতে দেখা যায় সেক্রেটারি কনভেনার রুখসানা বেগম ও কামরান হোসেন!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা