তৃণমূল কংগ্রেস তপসিলি জাতি ও উপজাতি সেলের তরফে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব
বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে 58 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপসিলি জাতি ও উপজাতি সেলের তরফ থেকে সমস্ত পথচারি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হল এই দিন! অনুষ্ঠানে প্রধান উদ্যোগক্তা সভাপতি অলক কুমার খাটুয়া উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়! 12ও19 নং গোবিন্দ খটিক রোড়ে ওপর এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! যেখানে বিভিন্ন সাম্প্রদায়িকতা উর্ধে সমস্ত মানুষকে ভ্রাতিত্বপূর্ণ মিলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার সন্দীপন সাহা! এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা!
Comments