মেট্রোপলিটন চ্যারিটেবল ট্রাস্ট এ উদ্যোগ এ আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান
শুভ জন্ম অষ্টমী উপলক্ষে মেট্রো পলিটন চ্যারিটেবল ট্রাস্ট এ উদ্যোগ এ আয়োজিত হল এক সাংস্কৃতি অনুষ্ঠান! এই দিন বাচ্ছাদের কইজ কনন্টেস থেকে শুরু করে দই হ্যান্ডি প্রতিযোগিতা, এছাড়াও ছিল কুকিং প্রতিযোগিতা, সাথে ছিল ছোট ছোট বাচ্ছাদের রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে পালিত হল এই অনুষ্ঠান! মেট্রোপ্লিটন দূর্গা মন্দিরে ভিত্তর আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান! অনুষ্ঠান এ প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে দেখা যায় মাননীয়া পৌরপিতা জীবন সাহা মহাশয় কে! তবে তার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ! তবে অনুষ্ঠান এ পাশাপাশি ভোগ বিতরণ করা হয়!
Comments