১১ ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে নযুবক নাগরিক সংঘ গণেশ পুজো

১১ত্তম বর্ষ এ পদার্পন করল ন যুবক নাগরিক সংঘে গণেশ পুজো! প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে গণেশ পুজো সারছেন ন যুবক নাগরিক সংঘ। পুজো পাশাপাশি থাকছে ভোগ বিতরণ, বস্ত্র বিতরণ কোথাও কোন খামতি রাখছেন না পুজো উদ্যোক্তারা। বুধবার সংস্থার সদস্যবৃন্দ সহ্য এবং ৪৫ নং ওয়ার্ডে কাউন্সিলার সন্তোষ পাঠকের হাত ধরেই পুজো শুভ সূচনা হয়। তবে অনুষ্ঠানে সমস্ত সদস্য বৃন্দদের আপায়নের এক বিশেষ ভূমিকায় দেখা যায় সংস্থার জেনারেল সেগেটারি পবন প্যান্ডেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশল পান্ডে, সভাপতি উমাকান্ত আগরওয়াল, আরভীন তিয়ারি, মুকেশ সিংহা সহ্য আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা