সমাজ সেবা সমিতি গণেশ পুজো শুভ উদ্ভোধন হল মঙ্গলবার

১৪ ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে সমাজসেবা সমিতি গণেশ পুজো! আর তারই শুভ উদ্ভোধন হল মঙ্গলবার! সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতে শুভ সূচনা হল এই দিন! সংস্থার জেনারেল সেগেটারি আন্দান সিং ও কনভেনার নরেন্দ্র শর্মা উদ্যোগে প্রতি বছরে মতো এ বছর ও গণপতি বাপ্পার আরোধনা হতে চলেছে! তবে তাঁদের এই পুজোতে শোকে ছায়ায় মর্মাহত পুজো পরিবেশ! কারণ পুজো শুরুতেই তাঁদের এক সহকর্মী প্রয়াত হলেন! মঙ্গলবারই শুভ উদ্ভোধনের দিনেই হৃদরোগে আক্রান্ত হয় তাঁদেরই সহকর্মী সুশীল কুমার তিয়ারি! তাই প্রতি বছরে মতো এ বছর তাঁদের গণপতি বাপ্পা আরোধনা ধুমধাম করে নয়! ছোট করে পুজো সারতে চাইছেন পুজো উদ্যোগক্তারা!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা