Posts

Showing posts from June, 2025

সল্টলেক এ কে ব্লক এসোসিয়েশনে খুঁটি পুজো হল রবিবার

Image
খুঁটি পূজা হল দুর্গাপূজা বা যে কোনো পূজা মণ্ডপ তৈরির আগে অনুষ্ঠিত একটি আচার যা দেবী দুর্গার পূজা দিয়ে শুরু হয়। এটি মণ্ডপ নির্মাণের সূচনা এবং দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে। খুঁটি পূজার গুরুত্ব: শুভ সূচনা: খুঁটি পূজা মণ্ডপ তৈরির শুভ সূচনা করে এবং দেবী দুর্গার পূজা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। ঐশ্বরিক আশীর্বাদ: এই পূজা দেবী দুর্গার কাছে মণ্ডপ এবং পূজা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়। পবিত্রতা রক্ষা: খুঁটি পূজার মাধ্যমে মণ্ডপ তৈরির স্থানটি পবিত্র করা হয় এবং পূজার জন্য উপযুক্ত করে তোলা হয়। ঐতিহ্য ও সংস্কৃতি: খুঁটি পূজা বাঙালি হিন্দুদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আনন্দের আগমন: খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার আনন্দ উৎসবের সূচনা হয় এবং সকলের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে পরে। খুঁটি পূজা সাধারণত বাঁশ বা কাঠ দিয়ে তৈরি একটি খুঁটি পুঁতে এবং তাতে ফুল, মালা দিয়ে সাজিয়ে করা হয়। এর মাধ্যমে দেবী দুর্গার মূর্তিপূজার জন্য স্থান প্রস্তুত করা হয় এবং পূজা মণ্ডপ তৈরির কাজ শুরু হয়। সল্টলেক এ কে ব্লক এসোসিয়েশনে ৩৮ বছরে দূর্গা পুজো খুঁটি পুজো হয়ে গেল রবিবা...

রথযাত্রা পালন করলেন সমাজসেবী প্রতাব দেবনাথ

Image
প্রতি বছরে মত এবছরও রথযাত্রা পালন করলেন সমাজসেবী প্রতাব দেবনাথ। অনুষ্ঠানে শুভ সূচনা করেন শেয়া পান্ডে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান। পুরী আদলে এখানকার মন্দির ও নিম কাঠের তৈরী জগন্নাথ ঠাকুর অসাধারণ সুন্দর এটি। ১১৪ উল্টোডাঙ্গা মুচি বাজারে এই পুজো দিন কে দিন অতি জনপ্রিয় হয়ে উঠেছে । তবে এই দিন রথ যাত্রা উপলক্ষে সমাজসেবী প্রতাব দেবনাথ সমস্ত মানুষকে ভালো ও সুস্থ থাকার বার্তা দিলেন তিনি।

অমিত মিশ্রা উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠান

Image
২০২৫ সালের রথযাত্রা অনুষ্ঠিত হল জুন মাসের ২৭ তারিখে, যা কিনা শুক্রবার পড়ে ছিল । এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে। এই দিনে, ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই যাত্রা অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে যোগ দেন এবং রথ টানেন। কলকাতা সহ সারা দেশে এই উৎসব পালিত হয়। খিদিরপুরের শ্রী জগন্নাথ মন্দির সহ বিভিন্ন স্থানেও রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। এবার রথযাত্রা উপলক্ষে সমাজসেবী অমিত মিশ্রা উদ্যোগে রথযাত্রা আয়োজন হল বড় বাজার বড় কালী মন্দির থেকে। এই দিন নিয়ম মেনে রথযাত্রা আয়োজন করে ছিল তিনি ও তার পরিবার পরিজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা বিজয় উপপাধ্যায়। এবং বিশিষ্ট মানুষজনেরা।

জমি প্রতারণা অভিযোগ উঠল সমাজসেবী সাওরমল আগ্রবালের বিরুদ্ধে

Image
এবার সমাজসেবী সাওরমল আগ্রবালে বিরুদ্ধে জমি প্রতারণা অভিযোগ করলো ৭৩নং বড় বাজার বটতোলা স্ট্রিটে আদি বাসিন্দারা। মনোজ প্রদ্দার ও পেয়ারে লাল আগ্রবাল নামে দুই যুবক ও বেশ কিছু স্থানীয় লোক জনরা অভিযোগ করেন সাওরমল ও তার পরিবার যে বাড়িতে রয়েছে এবং তার বাড়ি নীচে যে দোকান গুলি রয়েছে। সেই সমস্ত জমি ইনলিগ্যাল ভাবে প্রমোটিং করে এবং যারা ওই জমি আদি বাসিন্দা তাঁদের কে কোনো পাপ্য বাসস্থান ও দোকান না দিয়ে তাঁদের সাথে প্রতারণা করে বলে অভিযোগ করে ওই দুই যুবক ও স্থানীয় লোকজনেরা। বেশ কিছু দিন আগে সমাজসেবী সাওরমল আগরওয়ালা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অনশনে বসেন। তারপরই এই ধরনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয় অনশনে বসে রাতেবেলা চুপি চুপি খাবার খাওয়ার ও অভিযোগ তোলে তারা। কিন্তু সংবাদ মাধ্যম সাওরমলে কাছে সমস্ত এই ধরনের প্রশ্ন এর উত্তর চাওয়ার পর তিনি বলেন। এইসব কিছুই হয়নি ওরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

বুধবার হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটি একটি সভা হল ভারত সভা হলে

Image
হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সভা হল কলকাতার ভারত সভা হলে , জরুরি অবস্থা বিরোধী, "গণতান্ত্রিক অধিকার রক্ষা দিবস" পালন করা হয়। জরুরি অবস্থার সময় এর মহান নেতাদের স্মরণ,শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে সভা শুরু হয়।তার সাথে সাথে বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী ,বিশিষ্ট সমাজবাদী নেতা নীতিশ কুমার মহাশয় কে ধন্যবাদ,ও অভিনন্দন জানান হয়। এছাড়াও কৃষকদের ধান এর নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি(,,MSP) "আলুর নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণ,, "কৃষক পরিবার এর জন্য 'কৃষক পরিবার কল্যাণ আয়োগে" গঠন এর দাবি। পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র সরকারকে পরিচয়পত্র প্রদান এর দাবি করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন HMKP,রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায়, রাজ্য সরকার সম্পাদক অশোক দাস,সহসভাপতি বিজয় সিং শিশোদিয়া,বিপ্লব কুমার বিশাল, ভোলা জী ,,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,TUCC রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট শ্রমিক নেতা আমন্ত্রিত হিসাবে ছিলেন সাধন তালুকদার। অন্যান্য HMKP নেতৃবৃন্দ। সভাপতি ছিলেন, আসাদ আলী খন্দকার। অশোক দাস, সাধারণ স...

*নারী স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের একসাথে করে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ মেডিক্যাল সিম্পোজিয়াম

Image
কলকাতা, ২৫শে জুন ২০২৫:* ২৫শে জুন, বুধবার কলকাতার প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ মেডিক্যাল সিম্পোজিয়াম, যার মূল প্রতিপাদ্য ছিল নারী স্বাস্থ্য। নানা ক্ষেত্রের খ্যাতনামা চিকিৎসকেরা—অর্থোপেডিক্স, অনকোলজি, গাইনোকোলজি, ও চর্মরোগ—এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে তাদের মূল্যবান অভিমত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। এই অনুষ্ঠানের পরিকল্পনা ও কিউরেশন করেছে *লঞ্চারজ পাবলিক রিলেশনস এবং ইভেন্ট*, যেখানে *জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল* ছিল অফিসিয়াল হেলথ পার্টনার। *প্রিন্সটন ক্লাবে* ছিল ভেন্যু, খাবার এবং আতিথেয়তা সহযোগী। বিশেষজ্ঞদের তালিকায় ছিলেন— * ব্রিগেডিয়ার (ডাঃ) বরুণ দত্ত, অর্থোপেডিক পরামর্শদাতা, আর এন টেগোর হাসপাতাল * ডাঃ নেহা চৌধুরি, সিনিয়র কনসালটেন্ট, ব্রেস্ট অনকোলজি, নারায়ণা হেলথ * ডাঃ দেবজ্যোতি তাপাদার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল * ডাঃ অনিরুদ্ধ ঘোষ, অধ্যাপক, চর্মরোগ বিভাগ, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল...

রবিবার বড়বাজার বিনানী ভবনে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প

Image
রক্তদান মহৎদান। একফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ। তাই এই সামাজিক কাজ কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি রবিবার বড় বাজার বিনিনানি ভবনে কটন স্ট্রিট ইয়াং বয়েজ এসোসিয়েশন ও অ্যাসোসিয়েটেড চ্যারিটেবিল ট্রাস্ট যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। এছাড়াও এই রক্তদান শিবির অনুষ্ঠান টি কে সাহায্য করেছে বিভিন্ন স্বেছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইনজিও। সবার সহযোগিতায় এই দিনের ব্লাড ডোনেশন টি সফল হয়েছে। বহু মানুষকে এই শিবিরে রক্ত দিতে দেখা যায় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশীষ কুমার, এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার সহ্য বিশিষ্ট মানুষজনেরা। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ ভূমিকায় দেখা যায় পৌরপিতা মহেশ শর্মা কে। তার এই এতো সুন্দর সামাজিক কাজ কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় যোগাসন প্রদর্শনী অনুষ্ঠান হল সিদ্ধার্থ শঙ্কর রায় পার্কে

Image
আন্তর্জাতিক যোগ দিবস হল যোগব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন, যা ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১২৪ নম্বর আলোচ্য বিষয়ের উপর - প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। ১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে। শনিবার বিশ্ব যোগা দিবস উপলক্ষে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে পরিচালনায় ছোট ছোট বাচ্ছাদের নিয়...

মঙ্গলবার থেকে অনশনে বসলেন সমাজসেবী সাওরমল আগ্রয়াল

Image
মঙ্গলবার থেকে অনশনে বসলেন সমাজসেবী সাওরমল আগ্রয়াল। ৭৩নং বড় বাজার বটতলা স্ট্রিটে তার নিজের বাড়ি সামনে অনশনে বসলেন তিনি। তারা অভিযোগ তার পাশের বাড়ি ৭৪নং বড়বাজার বটতলা স্ট্রিটে একটি বিপদজনক ভাঙা বাড়ি রয়েছে। ১০ থেকে ১২ বছর আগে মুনা সিং নামে একটি প্রোমোটার ওই বাড়ি কেনে। কিন্তু সমস্যা হল ওই বাড়ি প্রমোটার কেনার পর বাড়িটি কোনো মেরামত না করাতে। বহু সমস্যা সাফার করতে হচ্ছে অনেকেই। সাওরমল জি বলেন আমি প্রমোটার কে বার বার ওই বাড়ি মেরামত করার কথা বলেও কোনো লাভ হয়নি। প্রত্যেকে বার নানা রকম অজুহাত দিয়ে বিষয় টা এড়িয়ে যাওয়া চেষ্টা করে।সমস্যা সুরাহা করেনি। শেষ পর্যন্ত এলাকার কাউন্সিলার কে জানানোর পরও কোনো লাভ হয়নি। মেয়র এসে দেখে গিয়েছে তাতেও কিছু হয়নি। থানায় জানানোর পরও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত আমাকে এই অনশনে পথ বেছে নিতে হল। আমি চাই আমার এই বার্তা অনেক দূর পর্যন্ত যাক। এবং এই সমস্যা সুরাহা হোক এমনটাই বলেন অনশনকারী সাওরমল আগরবাল।

শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতি একটি সভা আয়োজিত হল কলকাতা একটি প্রেক্ষাগৃহে

Image
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত "নেহরু-লিয়াকত" চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন। রবিবার শ্যামা প্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতি একটি সভা অনুষ্ঠিত হল কলকাতা একটি সভাগৃহে। অনুষ্ঠানে ভারত মাতা ও শ্যামা প্রসাদে মুখার্জী ছবি তে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের হাত প্রদীপ প্রজ্জালন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষ জনেরা।

স্বর্গীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জী জন্মদিন উপলক্ষে হেলথ চেকাপ ক্যাম্প হল ৬৪নং ওয়ার্ডে

Image
শুক্রবার স্বর্গীয় মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জী জন্মদিন উপলক্ষে একটি মেঘা হেলথ চেকাপ ক্যাম্প আয়োজিত হল ৬৪ নং ওয়ার্ডে। এই বিনামূল্যে আই চেকাপ ও সমস্ত হেলথ চেকাপে আয়োজন করা হয়। বড় বড় চিকিৎসকদের দিয়ে অতি যত্ন সহকারে এখানে বহু মানুষকে চিকিৎসা করা হয়। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখায়। তবে এই দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, সাংসদ মালা রায়,এছাড়ও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। তবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শাড়ীক আহমেদ।

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আটর্স ৩০ বছর পূর্ণ উপলক্ষে নৃত্য অনুষ্ঠান

Image
নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস ৩০ বছর পূর্ণ করলো। আর এই ৩০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে একটি নৃত্য অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার। ঐদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ নীহারিকার ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ ভরতনাট্যম নৃত্যের উপস্থাপনা। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া শাস্ত্রীয় নৃত্যের প্রতি যোগিতায় প্রথম স্থান অধিকারীদের দ্বারা ভরতনাট্যম, ওড়িশি এবং কথক নৃত্য পরিবেশিত হবে ওইদিন সন্ধ্যায় । কোলকাতায় নীহারিকার মোট ছটি শাখা, এই ছটি শাখার সকল ছাত্র-ছাত্রী প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এই দিন সন্ধ্যার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমাদের নৃত্যের প্রতিযোগিতা দুই দিনে সম্পন্ন হয়, প্রথম দিন ছিল বিশুদ্ধ শাস্ত্রীয় নৃত্য তারা নৃত্যের প্রতি যোগিতা আর দ্বিতীয় দিন ছিল রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য,সৃজনশীল নৃত্য এবং লোকনৃত্যের প্রতিযোগিতা। দ্বিতীয় দিনের বিজয়ী রা নৃত্য পরিবেশন করবেন আগামী 29 শে জুন বেহালা শরৎ সদনে। সেদিন হবে আমাদের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান। যেদিন মূলত রবীন্দ্র সংগীত আশ্রিত নৃত্য , সৃজনশীল নৃত্য এবং লোকনৃত্য আমাদের প্রতিযোগিতায় যারা লোকনৃত্যে সৃজনশীল নৃত্যে এবং রবীন্দ্র...

বুধবার মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব ২০২৫ এ খুঁটি পুজো হল

Image
বুধবার মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব ২০২৫ এ খুঁটি পুজো হল জমজমাট ভাবে। প্রতি বছরে মত এ বছরও তাঁদের এই পুজো নতুন চমক দিতে চলেছে তারা। লিচু বাগান গ্রীন জোনে এই পুজো দিন কে দিন অতি জনপ্রিয় হয়ে উঠছে বলে যান পুজো কমিটি উদ্যোগক্তারা। পুজো প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল, ভাবনা ও সৃজনে সন্ত কয়াল। পুরোহিত শ্রী রথীন ভট্টাচার্য। অলোক সজ্জায় শ্রী সজল মন্ডল। পুজো কমিটি সভাপতি শ্রী অজয় রায়। পুজো পরিচালনায় আছে মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব কমিটি।

নিমতলা বিসর্জন ঘাটে মা গঙ্গা আরতি হল বৃহস্পতিবার

Image
বৃহস্পতিবার গঙ্গা দশহরা উপলক্ষে বেনারসের বিখ্যাত পুরোহিতগণ এবং বাবা ভূতনাথ মন্দিরে প্রধান পুরোহিতদ্বয় শ্রী ধীরেন্দ্র প্রাত জি মহারাজ এবং শ্রী গণেশ ঠাকুর জি মহারাজ সহ সমস্ত পুরোহিতগণ দ্বারা প্রজ্জালিত মা গঙ্গা আরতি অনুষ্ঠান হল নিমতলা বিসর্জন ঘাটে। উদ্যোগক্তা ২০নং ওয়ার্ডে পৌরপিতা শ্রী বিজয় উপাধ্যায়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বাবুন ব্যানার্জী,প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী, স্বপন সমাজদ্বার, রঘুনাথ আগরবাল,আকাশ পান্ডে সহ বহু বিশিষ্ট জনেরা