অমিত মিশ্রা উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠান
২০২৫ সালের রথযাত্রা অনুষ্ঠিত হল জুন মাসের ২৭ তারিখে, যা কিনা শুক্রবার পড়ে ছিল । এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে। এই দিনে, ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান।
পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই যাত্রা অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে যোগ দেন এবং রথ টানেন। কলকাতা সহ সারা দেশে এই উৎসব পালিত হয়। খিদিরপুরের শ্রী জগন্নাথ মন্দির সহ বিভিন্ন স্থানেও রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। এবার রথযাত্রা উপলক্ষে সমাজসেবী অমিত মিশ্রা উদ্যোগে রথযাত্রা আয়োজন হল বড় বাজার বড় কালী মন্দির থেকে। এই দিন নিয়ম মেনে রথযাত্রা আয়োজন করে ছিল তিনি ও তার পরিবার পরিজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা বিজয় উপপাধ্যায়। এবং বিশিষ্ট মানুষজনেরা।
Comments