রবিবার বড়বাজার বিনানী ভবনে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প
রক্তদান মহৎদান। একফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ। তাই এই সামাজিক কাজ কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি রবিবার বড় বাজার বিনিনানি ভবনে কটন স্ট্রিট ইয়াং বয়েজ এসোসিয়েশন ও অ্যাসোসিয়েটেড চ্যারিটেবিল ট্রাস্ট যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। এছাড়াও এই রক্তদান শিবির অনুষ্ঠান টি কে সাহায্য করেছে বিভিন্ন স্বেছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইনজিও। সবার সহযোগিতায় এই দিনের ব্লাড ডোনেশন টি সফল হয়েছে। বহু মানুষকে এই শিবিরে রক্ত দিতে দেখা যায় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশীষ কুমার, এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার সহ্য বিশিষ্ট মানুষজনেরা। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ ভূমিকায় দেখা যায় পৌরপিতা মহেশ শর্মা কে। তার এই এতো সুন্দর সামাজিক কাজ কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
Comments