নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আটর্স ৩০ বছর পূর্ণ উপলক্ষে নৃত্য অনুষ্ঠান

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস ৩০ বছর পূর্ণ করলো। আর এই ৩০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে একটি নৃত্য অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার। ঐদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ নীহারিকার ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ ভরতনাট্যম নৃত্যের উপস্থাপনা। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া শাস্ত্রীয় নৃত্যের প্রতি যোগিতায় প্রথম স্থান অধিকারীদের দ্বারা ভরতনাট্যম, ওড়িশি এবং কথক নৃত্য পরিবেশিত হবে ওইদিন সন্ধ্যায় । কোলকাতায় নীহারিকার মোট ছটি শাখা, এই ছটি শাখার সকল ছাত্র-ছাত্রী প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এই দিন সন্ধ্যার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমাদের নৃত্যের প্রতিযোগিতা দুই দিনে সম্পন্ন হয়, প্রথম দিন ছিল বিশুদ্ধ শাস্ত্রীয় নৃত্য তারা নৃত্যের প্রতি যোগিতা আর দ্বিতীয় দিন ছিল রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য,সৃজনশীল নৃত্য এবং লোকনৃত্যের প্রতিযোগিতা। দ্বিতীয় দিনের বিজয়ী রা নৃত্য পরিবেশন করবেন আগামী 29 শে জুন বেহালা শরৎ সদনে। সেদিন হবে আমাদের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান। যেদিন মূলত রবীন্দ্র সংগীত আশ্রিত নৃত্য , সৃজনশীল নৃত্য এবং লোকনৃত্য আমাদের প্রতিযোগিতায় যারা লোকনৃত্যে সৃজনশীল নৃত্যে এবং রবীন্দ্রসঙ্গীত নৃত্যের প্রথম স্থান অধিকারীরা এবং নীহারিকার ছাত্র ছাত্রীদের নৃত্য ছাড়াও ২৯ শে জুন বেহালা শরৎ সদনে আমন্ত্রিত থাকছে মনো বিকাশ কেন্দ্র, নোবেল মিশন স্কুল এবং আরও একটি স্কুল যেখানে বিশেষ প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের দ্বারা নৃত্য পরিবেশিত হবে।
আগামী ১৩ ই জুন বিশিষ্ট অতিথি রূপে যারা উপস্থিত থাকবেন তারা হলেন শ্রী জয় সরকার প্রখ্যাত সুরকার চলচ্চিত্র পরিচালক শ্রী অভিজিৎ শ্রীদাস শ্রীচন্দ্রদয় ঘোষ শ্রীমতি পার্বতী গুপ্ত শ্রীমতি তুহিনা পান্ডে আরসালান এর সিইও শ্রী রাকিব পারভেজ সুর ভারতীর ফাউন্ডার ডিরেক্টর অরিজিৎ চক্রবর্তী রেডিও জকি সুজয় নীল বন্দ্যোপাধ্যায়, ভারত সংস্কৃতি উৎসবের প্রতিষ্ঠাতা পন্ডিত প্রসেজিৎ পোদ্দার প্রমুখ। ১৩ ই জুন অনুষ্ঠানের সূচনা ঘটবে ঠিক সন্ধ্যা সাড়ে পাঁচটায়। নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এর প্রতিষ্ঠাতা এবং আর্টিস্টিক ডিরেক্টর ডক্টর অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপিত হবে। উক্ত অনুষ্ঠানের শিরোনাম সমন্বয়।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব