মঙ্গলবার থেকে অনশনে বসলেন সমাজসেবী সাওরমল আগ্রয়াল

মঙ্গলবার থেকে অনশনে বসলেন সমাজসেবী সাওরমল আগ্রয়াল। ৭৩নং বড় বাজার বটতলা স্ট্রিটে তার নিজের বাড়ি সামনে অনশনে বসলেন তিনি। তারা অভিযোগ তার পাশের বাড়ি ৭৪নং বড়বাজার বটতলা স্ট্রিটে একটি বিপদজনক ভাঙা বাড়ি রয়েছে। ১০ থেকে ১২ বছর আগে মুনা সিং নামে একটি প্রোমোটার ওই বাড়ি কেনে। কিন্তু সমস্যা হল ওই বাড়ি প্রমোটার কেনার পর বাড়িটি কোনো মেরামত না করাতে। বহু সমস্যা সাফার করতে হচ্ছে অনেকেই।
সাওরমল জি বলেন আমি প্রমোটার কে বার বার ওই বাড়ি মেরামত করার কথা বলেও কোনো লাভ হয়নি। প্রত্যেকে বার নানা রকম অজুহাত দিয়ে বিষয় টা এড়িয়ে যাওয়া চেষ্টা করে।সমস্যা সুরাহা করেনি। শেষ পর্যন্ত এলাকার কাউন্সিলার কে জানানোর পরও কোনো লাভ হয়নি। মেয়র এসে দেখে গিয়েছে তাতেও কিছু হয়নি। থানায় জানানোর পরও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত আমাকে এই অনশনে পথ বেছে নিতে হল। আমি চাই আমার এই বার্তা অনেক দূর পর্যন্ত যাক। এবং এই সমস্যা সুরাহা হোক এমনটাই বলেন অনশনকারী সাওরমল আগরবাল।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব