রথযাত্রা পালন করলেন সমাজসেবী প্রতাব দেবনাথ
প্রতি বছরে মত এবছরও রথযাত্রা পালন করলেন সমাজসেবী প্রতাব দেবনাথ। অনুষ্ঠানে শুভ সূচনা করেন শেয়া পান্ডে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান। পুরী আদলে এখানকার মন্দির ও নিম কাঠের তৈরী জগন্নাথ ঠাকুর অসাধারণ সুন্দর এটি। ১১৪ উল্টোডাঙ্গা মুচি বাজারে এই পুজো দিন কে দিন অতি জনপ্রিয় হয়ে উঠেছে । তবে এই দিন রথ যাত্রা উপলক্ষে সমাজসেবী প্রতাব দেবনাথ সমস্ত মানুষকে ভালো ও সুস্থ থাকার বার্তা দিলেন তিনি।
Comments