বুধবার মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব ২০২৫ এ খুঁটি পুজো হল
বুধবার মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব ২০২৫ এ খুঁটি পুজো হল জমজমাট ভাবে। প্রতি বছরে মত এ বছরও তাঁদের এই পুজো নতুন চমক দিতে চলেছে তারা। লিচু বাগান গ্রীন জোনে এই পুজো দিন কে দিন অতি জনপ্রিয় হয়ে উঠছে বলে যান পুজো কমিটি উদ্যোগক্তারা। পুজো প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল, ভাবনা ও সৃজনে সন্ত কয়াল। পুরোহিত শ্রী রথীন ভট্টাচার্য। অলোক সজ্জায় শ্রী সজল মন্ডল। পুজো কমিটি সভাপতি শ্রী অজয় রায়। পুজো পরিচালনায় আছে মানিকপুর সার্বজনীন দুর্গোউৎসব কমিটি।
Comments