নিমতলা বিসর্জন ঘাটে মা গঙ্গা আরতি হল বৃহস্পতিবার
বৃহস্পতিবার গঙ্গা দশহরা উপলক্ষে বেনারসের বিখ্যাত পুরোহিতগণ এবং বাবা ভূতনাথ মন্দিরে প্রধান পুরোহিতদ্বয় শ্রী ধীরেন্দ্র প্রাত জি মহারাজ এবং শ্রী গণেশ ঠাকুর জি মহারাজ সহ সমস্ত পুরোহিতগণ দ্বারা প্রজ্জালিত মা গঙ্গা আরতি অনুষ্ঠান হল নিমতলা বিসর্জন ঘাটে। উদ্যোগক্তা ২০নং ওয়ার্ডে পৌরপিতা শ্রী বিজয় উপাধ্যায়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বাবুন ব্যানার্জী,প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী, স্বপন সমাজদ্বার, রঘুনাথ আগরবাল,আকাশ পান্ডে সহ বহু বিশিষ্ট জনেরা
Comments