জমি প্রতারণা অভিযোগ উঠল সমাজসেবী সাওরমল আগ্রবালের বিরুদ্ধে

এবার সমাজসেবী সাওরমল আগ্রবালে বিরুদ্ধে জমি প্রতারণা অভিযোগ করলো ৭৩নং বড় বাজার বটতোলা স্ট্রিটে আদি বাসিন্দারা। মনোজ প্রদ্দার ও পেয়ারে লাল আগ্রবাল নামে দুই যুবক ও বেশ কিছু স্থানীয় লোক জনরা অভিযোগ করেন সাওরমল ও তার পরিবার যে বাড়িতে রয়েছে এবং তার বাড়ি নীচে যে দোকান গুলি রয়েছে। সেই সমস্ত জমি ইনলিগ্যাল ভাবে প্রমোটিং করে এবং যারা ওই জমি আদি বাসিন্দা তাঁদের কে কোনো পাপ্য বাসস্থান ও দোকান না দিয়ে তাঁদের সাথে প্রতারণা করে বলে অভিযোগ করে ওই দুই যুবক ও স্থানীয় লোকজনেরা।
বেশ কিছু দিন আগে সমাজসেবী সাওরমল আগরওয়ালা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অনশনে বসেন। তারপরই এই ধরনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয় অনশনে বসে রাতেবেলা চুপি চুপি খাবার খাওয়ার ও অভিযোগ তোলে তারা। কিন্তু সংবাদ মাধ্যম সাওরমলে কাছে সমস্ত এই ধরনের প্রশ্ন এর উত্তর চাওয়ার পর তিনি বলেন। এইসব কিছুই হয়নি ওরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব