Posts

Showing posts from October, 2024

অগ্নিশিখা ক্লাব বেলুড় মঠের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল বুধবার

Image
বুধবার অগ্নিশিখা ক্লাব বেলুড় মঠের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পুজোর শুভ উদ্ভোধন হল। শুধু তাই নয় উদ্ভোধনের পাশাপাশি ছিল বস্ত্র বিতরণ। পুজো মুখ্য ভূমিকায় রয়েছেন টিঙ্কু মুখ্যার্জি। তবে বিধায়ক রানা চ্যাট্টর্জি ফ্রিতে কেটে পুজো শুভ সূচনা করেন। তবে তাঁদের এই পুজো প্যান্ডেল দর্শকদের এক নতুন চমক দেবে।

মঙ্গলবার গাঙ্গুলী লেন স্পোটিং ক্লাবের কালী পুজো শুভ উদ্ভোধন হল

Image
মঙ্গলবার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল। পরিচালনায় গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব। বড়বাজার পোস্তা গণেশ মন্দিরে সন্নিকটে এই পুজো আয়োজন করা হয়। এবছর নিয়ে ৫১ বছরে পদার্পন করলো তাঁদের এই বছর। এবছর পুজো তাঁদের থ্রিম অন্তর মহল। পুজো পাশাপাশি প্রতি বছরের মত এবছরও ছিল কাপড় বিতরণ, থাকছে ভোগ খাওয়ানো, সাংকৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোগে রয়েছে সচিন ত্রিপাঠি,মোতি সুনকর, কামাল সুনকর, বরুন মল্লিক, ব্যাগেশ মিশ্রা সহ আরও অনেকে। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকক্সি, স্বপন সমাজদ্দার, দোলা সেন, পৌরমাতা রিতা চৌধুরী সহ বহু বিশিষ্ট জনেরা।

বজবজ টাউন তৃণমূল কংগ্রেস ও বজবজ টাউন তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় বিজয় সম্মিলনী উৎসব

Image
বিজয়া সম্মিলনীর ইতিহাস বেশ পুরনো। পুরাণে উল্লেখ আছে, মহিষাসুর বধের পর দেবতারা মিলিত হয়ে আনন্দ উৎসব করেছিলেন। সেই থেকেই এই রীতির প্রচলন। আবার কেউ কেউ মনে করেন, রামচন্দ্র রাবণ বধের পর যে বিজয় উৎসব করেছিলেন তা থেকেই বিজয়া সম্মিলনীর সূত্রপাত।বর্তমানে বিজয়া সম্মিলনী শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও বাঙালিরা এই উৎসব পালন করে থাকেন। এমনকি নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও এখন বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। বিজয়া সম্মিলনীর আকর্ষণ হল এর আন্তরিকতা ও সহজ-সরল আয়োজন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে র মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বজবজ ঘোষ প্যালেটে একটি বিজয় সম্মেলন উৎসব আয়োজিত হয় সোমবার। পরিচালনায় বজবজ টাউন তৃণমূল কংগ্রেস ও বজবজ টাউন তৃণমূল যুব কংগ্রেস। এই দিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত জ্ঞানীগুণী বিশিষ্ট মানুষ জনেদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, মন্ত্রী জাহাঙ্গীর খান, সাংসদ সায়নী ঘোষ, শংঙ্কর ঘোষাল, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা।

CPDR ইন্ডিয়া হিউমান রাইটস লিগাল সেলের পক্ষ থেকে ফ্রি ক্যাম্প

Image
যে সকল মানুষদের দীর্ঘদিন ধরে আইনি পরিষেবার মধ্যে দিয়ে যাচ্ছে, আইনি জটিলতার মধ্যে দিয়ে দিন কাটাছেন, কিন্তু কোন সুরাহা আজ অব্দি হয়নি, বা সমস্যায় পড়ে আছেন, কি করবেন ভাবছেন, তাঁদের জন্য CPDR ইন্ডিয়া হিউমান রাইটস লিগাল সেলের ব্যবস্থা করল। এই ক্যাম্পএ মাধ্যমে ছোট একটি রেজিস্টেশন ফ্রিস দিয়ে অসহায় সাধারণ মানুষ বিনা খড়চে আইনি পরিষেবা পেতে চলেছে। এতে সাধারণ মানুষের শীঘ্রই পরিষেবা পাবে বলে জানাচ্ছেন সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সদস্যরা। রবিবার কুদঘাট পূর্বাশা ট্রাস্ট, আনন্দপল্লী ঢালিপাড়া অটোস্ট্যান্ডে সন্নিকটে একটি ক্লাবে এই ক্যাম্পে আয়োজন করা হয়। তবে শুধু এই দিন নয় সাধারণ মানুষের জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প করা হচ্ছে এবং আগামী দিন করা হবে বলে জানান তারা। তবে এই দিনের এই ক্যাম্পে বহু সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হন এবং রেজিস্টেশন করান ও আইনি পরামর্শ নেন। এই সংগঠনে সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ তিনি বলেন আমরা সাধারণ মানুষরে খুব ভালো সারা পাচ্ছি এখানে যারা এডভোকেট রয়েছে তারা সব টাই ভালোভাবে দেখছে।

স্বেতা আই ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে স্বার্থ পরিষেবা ক্যাম্প

Image
আমরা একে অপরকে ছোট এবং বড় উপায়ে সাহায্য করি। এর চেয়ে মানবিক আর কিছু নেই। আমাদের মধ্যে খুব কম লোকই "লোকেদের সাহায্য করে" একটি কাজের বিবরণ বিবেচনা করবে, কিন্তু সামাজিক কাজ একটি অনুশীলন-ভিত্তিক পেশা এবং একটি একাডেমিক শৃঙ্খলা উভয়ই। সমাজকর্মীরা সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশকে উত্সাহিত করে যাতে সকল মানুষকে ক্ষমতায়ন বোধ করতে দেয়। তাদের কাজ সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার এবং যৌথ দায়িত্বের ধারণার উপর ভিত্তি করে। তাই সমাজের স্বার্থে সামাজিক মূলক কাজে এগিয়ে আসা একান্তীয় প্রয়োজন সবার। রবিবার স্বেতা আই ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে বিনামূল্যে স্বার্থ পরিষেবা ক্যাম্প আয়োজিত হল। উদ্যোগক্তা সমাজসেবী দীপক যাদব ও অমিত মুখার্জী। এই দিন এই ক্যাম্পে বহু মানুষ এই পরিষেবা পান। স্বেতা আই ওয়েলফেয়ার সোশ্যাইটি এই ধরনের জনপরিষেবা নতুন নয়। তারা সমাজের স্বার্থে বিভিন্ন ধরনের সামাজিক মূলক কাজ করে থাকেন। দীপক যাদব ও অমিত মুখার্জী অনুপ্রেরণা এই ধরনের কাজ হয়ে থাকে। কখনও বস্ত্র বিতরণ,কখনও আই ক্যাম্প, এছাড়াও আরও অনেক কিছু পরিষেবা। তবে এই ক্যাম্পে পরিষেবাতে ছিলেন ডক্টর এস কে দেব মেডিকেল অফিসার,...

ইউনিভার্সাল শেফ ফেডারেশন তরফ থেকে লঞ্চ হল শেফ কোট ও হোম শেফ কীট

Image
রান্না বা রন্ধন হল তাপের সাহায্যে খাবার প্রস্তুত করার পদ্ধতি। রান্নার সহায়ক শব্দগুলো হচ্ছে - রাঁধা, পাক, রন্ধন ইত্যাদি। যিনি রান্না করেন তাকে বাংলা ভাষায় রাধুঁনী, পাচক, পাচিকা বা বাবুর্চি বলা হয়। বাবুর্চি রান্না করতে খাবারের উপকরণের সমন্বয়ে, বিভিন্ন তৈজসপত্র ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে খাবার রান্না করে থাকেন। রবিবার ইন্টারন্যাশনাল শেফস ডে উপলক্ষে ইউনিভার্সাল শেফ ফেডারেশনে তরফ থেকে দিনটি উদযাপন করা হল। শুধু তাই নয় এই দিনে তাঁদের সংস্থার তরফ থেকে শেফ কোট ও হোম শেফ কীট লঞ্চ করা হয়। কেক কেটে দিন টি কে খুব সুন্দর ভাবে উদযাপন করেন তারা। উপস্থিত ছিল এই সংস্থার সমস্ত সেভ থেকে শুরু করে সমস্ত বিশিষ্টবর্গরা। পাশাপাশি এই দিন নামিদামী শেভ ও বিশিষ্ট মানুষজনেদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তবে ঘরোয়া রাঁধুনিদের নামী শেভ হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন।

শনিবার এস. কে এন্টারটেইনমেন্ট টীম প্রযোজিত চারিদিকে জ্বলছে 'আগুন' সিনেমা টিজার লঞ্চ হল

Image
শনিবার এস. কে এন্টারটেইনমেন্ট টীম প্রযোজিত এম, সুস্মিত পরিচালিত বাংলা সিনেমা চারিদিকে জ্বলছে 'আগুন' তার টিজার, ট্রেলার, ও পোস্টার লঞ্চ হল কলকাতা প্রেস ক্লাবে। বাস্তব সমাজ, রাজনীতি সব কিছু নিয়ে এই ছবি মূল আকর্ষণ কেড়েছে। যা দর্শকদের চমকে দেবে। ছবি পুরো শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। পরিচালক জানান ছবিতে এমন কিছু ক্লাই ম্যাস্ক আছে যা এই ছবিতেই দেখানো হয়েছে। আর কোথাও নয়। ছবিতে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলী, প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত রাহুল, রিকি, শিশির সাঁতরা, পিনাকী দাস, পাঁপড়ি, চাঁদনী, শ্রেয়সী, শ্রাবনী, রাই, শিপ্রা বাসু, দেবা এছাড়াও অনেকে। সারা বাংলা জুড়ে নিকটবর্তী সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

ভ্রাতৃ সংঘে দুর্গোউৎসবে প্রতিমা বিসর্জন হল রবিবার

Image
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন রবিবার, প্রতিমা বিসর্জন দেওয়া হয় । মণ্ডপে মণ্ডপে ভক্তরা মাকে বিদায় জানিয়ে সিঁদুর খেলাতে মেতে ওঠেন । পরে আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। রবিবার আঁকড়া কৃষ্ণনগর ২০নং ওয়ার্ড,ভ্রাতৃসংঘ সার্বজনীন দুর্গোউৎসবে প্রতিমা বিসর্জন দেওয়া হল গঙ্গার ফেরিঘাটে। এই দিন শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উদ্যোগে বিসর্জন উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করানো হয় শুধু তাই নয় এই দিন দেখা যায় কাজের মানুষ কাছে মানুষ ২০নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী কে সাধারণ মানুষের সাথে সিঁদুর খেলতে। পাশাপাশি ছিলেন ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী কে।

উদয়ন সংঘ পুজো শুভ উদ্ভোধন হল সোমবার

Image
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা সমস্ত রাজা ও দেবতাদের (দেবতাদের) সম্মিলিত শক্তি থেকে শক্তি বা ঐশ্বরিক নারী শক্তির মূর্ত প্রতীক হিসেবে মহিষাসুরকে ধ্বংস করার জন্য আবির্ভূত হন; যিনি কোন মানুষ বা দেবতার কাছে পরাজিত না হয়ে ধন্য হয়েছেন। সংস্কৃতে দুর্গা নামের অর্থ 'অভেদ্য'; তিনি স্বয়ংসম্পূর্ণতা এবং চূড়ান্ত ক্ষমতার একটি অবস্থায় বিদ্যমান। দেবী মায়ের এই শক্তিশালী রূপটি কলকাতায় অত্যন্ত পূজনীয় যে কারণে তার প্রত্যাবর্তন অনেক জাঁকজমক এবং আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করা হয়। আপনি যদি দূর্গা পূজার সময় কলকাতায় থাকেন, তাহলে এগুলি হল জমকালো অনুষ্ঠানের জনপ্রিয় বৈশিষ্ট্য, আপনার হাতছাড়া করা উচিত নয়। উৎসবের প্রস্তুতি উৎসবের মতোই আকর্ষণীয়। উত্সবের এক সপ্তাহ আগে, শহরটি প্রস্তুত হয় এবং দেবীকে স্বাগত জানানোর জন্য নিজেকে প্রস্তুত করার সময় উত্সাহ এবং উত্তেজনার চেহারা দেখা যায়। দক্ষিণ পূর্বাচল হসপিটাল রোড সার্বজনীন দুর্গোউৎসব ২০২৪ এ উদয়ন সংঘে পুজো এবছর নতুন রূপে সেজে উঠেছে। হারিয়ে যাওয়া যাত্রাপাল্লাকে তুলে ধরেছে এই পুজো প্যান্ডেলে মধ্যে দিয়ে। এছাড়াও আছে পুরোনো ঐতিহ্য। যা পুজো প্...

বড় বাজার সার্বজনীন দূর্গাউৎসব কমিটি দূর্গা পুজো শুভ উদ্ভোধন হল রবিবার

Image
কলকাতার দুর্গাপূজা হল নবরাত্রির সময়কালে দেবী দুর্গার সম্মানে রাজধানী শহরে উদযাপিত সমস্ত উৎসবের মধ্যে সবচেয়ে বড় । যদিও দুর্গাপুজোর উত্সব নিঃসন্দেহে সারা বিশ্বে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়, কলকাতায়, যেভাবে এটি উদযাপিত হয় তা দ্বিতীয় নয়। এটি 10 ​​দিনের জন্য উদযাপিত হয় এবং দেবী দুর্গার মূর্তি সহ। রবিবার বড়রাবাজার সার্বজনীন দুর্গাউৎসব কমিটি শুভ উদ্ভোধন হল বিধায়ক বিবেক গুপ্তা হাত দিয়ে। তারাসুন্দরি পার্কে এই পুজো অতি জনপ্রিয়। পুজো উদ্যোক্তা শিবজি পান্ডে। তিনি বলেন এ বছর আমাদের পুজো খুব সাদামাঠা ভাবে পুজো করছি। কোথাও কোনো রাজনৈতিক রং নেই। খুব শান্তির মধ্যে দিয়ে আমরা পুজো করি। সবাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আবেদন করছি দর্শকরা প্রত্যেকে আসুন পুজো দেখুন এবং উপভোগ করুন। তবে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে তারা সুন্দরী পার্কে এই পুজো কিন্তু এবছর নতুন চমক দিতে চলেছে। প্রতিমার কাজ অত্যান্ত সুন্দর। যা দেখার মত।

স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় বস্ত্র বিতরণ হল বুধবার

Image
মহালয়া মাতৃলগ্নে স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হল। পাশাপাশি ছিল গান্ধী বার্ড ডে। তাই তাকে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর দাস, অমিত মুখার্জী দীপক যাদব,এস, কে, পোদ্দার, সুমিতা, শম্পা দেবনাথ সহ আরও অনেকে। মানুষ আজকের তাকিয়ে আছে আর, জি, করে বিচার নিয়ে। আজকের একটা বিশেষ দিন মহালয়া, দেবীপক্ষে সূচনা হয়েছে। মা যেমন অসুর কে বধ করে ছিলেন। ঠিক সমাজেও অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে তাঁদের বধের জন্য সমাজে কঠোর বিচার ব্যবস্থা আনা প্রয়োজন। এমনি বলেন সমাজসেবী অমিত দাস। তবে তাঁদের এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ

বিশ্বশান্তি মা কালী পুজো ভোগ বিতরণ হল বুধবার

Image
আবারও বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে খাস সংবাদ পৌঁছে গিয়ে ছিল বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ ভোগ বিতরণ অনুষ্ঠানে। প্রতি অম্বস্যায় মায়ের উদ্দেশ্যে বহু সাধারণ মানুষকে ভোগ খায়ান নাগেশ সিং। তবে তার এই অনুপ্রেরণায় রয়েছেন সমাজসেবী সন্তোষ পাঠক। প্রতিবারে মত এবারেও ভোগে ছিল খিচুড়ি পায়েস। যা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ খেতে দেখা যায়। সুস্বাদ্ধ এই ভোগ পেয়ে খুশি সাধারণ মানুষ। তার এই সামাজিক মূলক কাজ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বড় বাজার বটতলা স্ট্রিটে এই বিশ্ব শান্তি কালী পুজো ভোগ বিতরণ অতি জনপ্রিয় হয়ে উঠছে দিন কে দিন।