অগ্নিশিখা ক্লাব বেলুড় মঠের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল বুধবার

বুধবার অগ্নিশিখা ক্লাব বেলুড় মঠের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পুজোর শুভ উদ্ভোধন হল। শুধু তাই নয় উদ্ভোধনের পাশাপাশি ছিল বস্ত্র বিতরণ। পুজো মুখ্য ভূমিকায় রয়েছেন টিঙ্কু মুখ্যার্জি। তবে বিধায়ক রানা চ্যাট্টর্জি ফ্রিতে কেটে পুজো শুভ সূচনা করেন। তবে তাঁদের এই পুজো প্যান্ডেল দর্শকদের এক নতুন চমক দেবে।