ভ্রাতৃ সংঘে দুর্গোউৎসবে প্রতিমা বিসর্জন হল রবিবার
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন রবিবার, প্রতিমা বিসর্জন দেওয়া হয় । মণ্ডপে মণ্ডপে ভক্তরা মাকে বিদায় জানিয়ে সিঁদুর খেলাতে মেতে ওঠেন । পরে আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। রবিবার আঁকড়া কৃষ্ণনগর ২০নং ওয়ার্ড,ভ্রাতৃসংঘ সার্বজনীন দুর্গোউৎসবে প্রতিমা বিসর্জন দেওয়া হল গঙ্গার ফেরিঘাটে। এই দিন শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উদ্যোগে বিসর্জন উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করানো হয় শুধু তাই নয় এই দিন দেখা যায় কাজের মানুষ কাছে মানুষ ২০নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী কে সাধারণ মানুষের সাথে সিঁদুর খেলতে। পাশাপাশি ছিলেন ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী কে।
Comments