মঙ্গলবার গাঙ্গুলী লেন স্পোটিং ক্লাবের কালী পুজো শুভ উদ্ভোধন হল
মঙ্গলবার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল। পরিচালনায় গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব। বড়বাজার পোস্তা গণেশ মন্দিরে সন্নিকটে এই পুজো আয়োজন করা হয়। এবছর নিয়ে ৫১ বছরে পদার্পন করলো তাঁদের এই বছর। এবছর পুজো তাঁদের থ্রিম অন্তর মহল। পুজো পাশাপাশি প্রতি বছরের মত এবছরও ছিল কাপড় বিতরণ, থাকছে ভোগ খাওয়ানো, সাংকৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোগে রয়েছে সচিন ত্রিপাঠি,মোতি সুনকর, কামাল সুনকর, বরুন মল্লিক, ব্যাগেশ মিশ্রা সহ আরও অনেকে। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকক্সি, স্বপন সমাজদ্দার, দোলা সেন, পৌরমাতা রিতা চৌধুরী সহ বহু বিশিষ্ট জনেরা।
Comments