বিশ্বশান্তি মা কালী পুজো ভোগ বিতরণ হল বুধবার

আবারও বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে খাস সংবাদ পৌঁছে গিয়ে ছিল বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ ভোগ বিতরণ অনুষ্ঠানে। প্রতি অম্বস্যায় মায়ের উদ্দেশ্যে বহু সাধারণ মানুষকে ভোগ খায়ান নাগেশ সিং। তবে তার এই অনুপ্রেরণায় রয়েছেন সমাজসেবী সন্তোষ পাঠক। প্রতিবারে মত এবারেও ভোগে ছিল খিচুড়ি পায়েস। যা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ খেতে দেখা যায়। সুস্বাদ্ধ এই ভোগ পেয়ে খুশি সাধারণ মানুষ। তার এই সামাজিক মূলক কাজ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বড় বাজার বটতলা স্ট্রিটে এই বিশ্ব শান্তি কালী পুজো ভোগ বিতরণ অতি জনপ্রিয় হয়ে উঠছে দিন কে দিন।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা