শনিবার এস. কে এন্টারটেইনমেন্ট টীম প্রযোজিত চারিদিকে জ্বলছে 'আগুন' সিনেমা টিজার লঞ্চ হল
শনিবার এস. কে এন্টারটেইনমেন্ট টীম প্রযোজিত এম, সুস্মিত পরিচালিত বাংলা সিনেমা চারিদিকে জ্বলছে 'আগুন' তার টিজার, ট্রেলার, ও পোস্টার লঞ্চ হল কলকাতা প্রেস ক্লাবে। বাস্তব সমাজ, রাজনীতি সব কিছু নিয়ে এই ছবি মূল আকর্ষণ কেড়েছে। যা দর্শকদের চমকে দেবে। ছবি পুরো শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। পরিচালক জানান ছবিতে এমন কিছু ক্লাই ম্যাস্ক আছে যা এই ছবিতেই দেখানো হয়েছে। আর কোথাও নয়। ছবিতে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলী, প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত রাহুল, রিকি, শিশির সাঁতরা, পিনাকী দাস, পাঁপড়ি, চাঁদনী, শ্রেয়সী, শ্রাবনী, রাই, শিপ্রা বাসু, দেবা এছাড়াও অনেকে। সারা বাংলা জুড়ে নিকটবর্তী সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।
Comments