বড় বাজার সার্বজনীন দূর্গাউৎসব কমিটি দূর্গা পুজো শুভ উদ্ভোধন হল রবিবার
কলকাতার দুর্গাপূজা হল নবরাত্রির সময়কালে দেবী দুর্গার সম্মানে রাজধানী শহরে উদযাপিত সমস্ত উৎসবের মধ্যে সবচেয়ে বড় । যদিও দুর্গাপুজোর উত্সব নিঃসন্দেহে সারা বিশ্বে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়, কলকাতায়, যেভাবে এটি উদযাপিত হয় তা দ্বিতীয় নয়। এটি 10 দিনের জন্য উদযাপিত হয় এবং দেবী দুর্গার মূর্তি সহ। রবিবার বড়রাবাজার সার্বজনীন দুর্গাউৎসব কমিটি শুভ উদ্ভোধন হল বিধায়ক বিবেক গুপ্তা হাত দিয়ে। তারাসুন্দরি পার্কে এই পুজো অতি জনপ্রিয়। পুজো উদ্যোক্তা শিবজি পান্ডে। তিনি বলেন এ বছর আমাদের পুজো খুব সাদামাঠা ভাবে পুজো করছি। কোথাও কোনো রাজনৈতিক রং নেই। খুব শান্তির মধ্যে দিয়ে আমরা পুজো করি। সবাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আবেদন করছি দর্শকরা প্রত্যেকে আসুন পুজো দেখুন এবং উপভোগ করুন। তবে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে তারা সুন্দরী পার্কে এই পুজো কিন্তু এবছর নতুন চমক দিতে চলেছে। প্রতিমার কাজ অত্যান্ত সুন্দর। যা দেখার মত।
Comments