CPDR ইন্ডিয়া হিউমান রাইটস লিগাল সেলের পক্ষ থেকে ফ্রি ক্যাম্প
যে সকল মানুষদের দীর্ঘদিন ধরে আইনি পরিষেবার মধ্যে দিয়ে যাচ্ছে, আইনি জটিলতার মধ্যে দিয়ে দিন কাটাছেন, কিন্তু কোন সুরাহা আজ অব্দি হয়নি, বা সমস্যায় পড়ে আছেন, কি করবেন ভাবছেন, তাঁদের জন্য CPDR ইন্ডিয়া হিউমান রাইটস লিগাল সেলের ব্যবস্থা করল। এই ক্যাম্পএ মাধ্যমে ছোট একটি রেজিস্টেশন ফ্রিস দিয়ে অসহায় সাধারণ মানুষ বিনা খড়চে আইনি পরিষেবা পেতে চলেছে। এতে সাধারণ মানুষের শীঘ্রই পরিষেবা পাবে বলে জানাচ্ছেন সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সদস্যরা। রবিবার কুদঘাট পূর্বাশা ট্রাস্ট, আনন্দপল্লী ঢালিপাড়া অটোস্ট্যান্ডে সন্নিকটে একটি ক্লাবে এই ক্যাম্পে আয়োজন করা হয়। তবে শুধু এই দিন নয় সাধারণ মানুষের জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প করা হচ্ছে এবং আগামী দিন করা হবে বলে জানান তারা। তবে এই দিনের এই ক্যাম্পে বহু সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হন এবং রেজিস্টেশন করান ও আইনি পরামর্শ নেন। এই সংগঠনে সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ তিনি বলেন আমরা সাধারণ মানুষরে খুব ভালো সারা পাচ্ছি এখানে যারা এডভোকেট রয়েছে তারা সব টাই ভালোভাবে দেখছে।
Comments