স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় বস্ত্র বিতরণ হল বুধবার

মহালয়া মাতৃলগ্নে স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হল। পাশাপাশি ছিল গান্ধী বার্ড ডে। তাই তাকে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর দাস, অমিত মুখার্জী দীপক যাদব,এস, কে, পোদ্দার, সুমিতা, শম্পা দেবনাথ সহ আরও অনেকে। মানুষ আজকের তাকিয়ে আছে আর, জি, করে বিচার নিয়ে। আজকের একটা বিশেষ দিন মহালয়া, দেবীপক্ষে সূচনা হয়েছে। মা যেমন অসুর কে বধ করে ছিলেন। ঠিক সমাজেও অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে তাঁদের বধের জন্য সমাজে কঠোর বিচার ব্যবস্থা আনা প্রয়োজন। এমনি বলেন সমাজসেবী অমিত দাস। তবে তাঁদের এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা