Posts

Showing posts from September, 2024

রবিবার বেঙ্গল যোগা জজস অ্যাসেম্বলি উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন

Image
যোগ শিক্ষা শুধুমাত্র জীবনের এই দিকগুলিকে ধারণ করে না বরং শিক্ষার্থীদের স্মৃতি ধারণকেও উন্নত করে। যে শিক্ষার্থীরা নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করে তাদের একাডেমিক চাপ থেকে দূরে থাকার , আরও ঘনত্বের সাথে ধারণাগুলি বুঝতে এবং সেগুলিকে আরও বেশি সময় ধরে রাখার সম্ভাবনা বেশি। রবিবার বেঙ্গল যোগা জজস অ্যাসেম্বলি উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। দিনটি ব্যস্ততার কারণে ওই দিন সেলিব্রেশন না হওয়ায় ২২ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। উপস্থিত ছিল বেঙ্গল যোগা অ্যাসেম্বলি সমস্ত সদস্যবৃন্দরা। অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেওয়া হয় সংবর্ধনা। যেন এক মেলবন্ধনে সমাবেশ ঘটে ছিল এই অনুষ্ঠানে। ছিলেন অঞ্জনা ঘোষ, গোপাল বোস, প্রদীপ সিল, শম্ভু দাস সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় দেখা যায় সন্দীপ পাল ও তাপস চক্রবর্তী কে।

CANARA BANK PREMIER LEAGUE 2024

Image
'CANAR BANK PREMIER LEAGUE 2024' was held with great zeal and enthusiasm at NKDA STADIUM on 22nd Sept. 8 divisions from various centres of CANARA BANK in West Bengal took part in this day-long cricket festival. Sri Kalyan Mukherjee, Cicle Head, CO, Kolkata informed that this sort of extra-curricular activities help in bonding between CANARA BANK employees and also give them welcome relief from daily routine.

পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘরের প্রথম পরিচালক প্রয়াত পরেশ চন্দ্র দাশগুপ্তের জন্মশতবার্ষিকীর স্মরণ

Image
পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘরের প্রথম পরিচালক প্রয়াত পরেশ চন্দ্র দাশগুপ্তের জন্মশতবার্ষিকীর স্মরণ এবং "শতোবর্ষের আলোকে পরেশ চন্দ্র দাশগুপ্ত" বইয়ের উন্মোচন যা তার কর্মজীবনে তার অসংখ্য প্রত্নতাত্ত্বিক মাইলফলককে ব্যাখ্যা করে। প্রধান অতিথি --- অধ্যাপক ড. দুর্গা বসু, প্রাক্তন এইচওডি। প্রত্নতত্ত্ব বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি --- ড. গৌতম সেনগুপ্ত, ডব্লিউবি বিভাগের প্রাক্তন পরিচালক প্রত্নতত্ত্ব ও জাদুঘর এবং ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভে মহাপরিচালক। শ্রী জওহর সরকার - প্রাক্তন রাজ্য-সভা সদস্য, প্রাক্তন আইএএস অফিসার আহবায়ক - বাংলার পুরাতত্ত্ব গবেশনা কেন্দ্র এবং প্রয়াত পরেশ চন্দ্র দাশগুপ্তের পরিবার

খাওয়াজা হিন্দ আল ওয়াল ওয়েলফেয়ার সোসাইটি ও কাদিনই বাজম ই ইসলাহ উদ্যোগে রক্তদান শিবির

Image
রক্ত মানুষের জীবনীশক্তির মূল, বেঁচে থাকার প্রধান হাতিয়ার। পৃথিবীতে রক্তই একমাত্র ‘জীবন্ত সত্তা’ যার মাঝে কোনো জাতি-ধর্ম-বর্ণ ভেদ নেই। ধনী-গরীব, সাদা-কালো সবারই রক্তের বৈশিষ্ট্য ও বর্ণ একই। মানুষ সামাজিক জীব। সে হিসেবে মানুষের একে অপরের প্রতি রয়েছে কিছু সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। আর এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম। রক্তদান একটি মহৎ মানবিক কাজ। আপনার রক্তের মাধ্যমে আরেকজন মানুষের প্রাণ বেঁচে যাবে এর মতো মহৎ মানবিক কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। রক্ত মানবদেহের অপরিহার্য ও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পূর্ণমাত্রায় রক্ত থাকলে মানবদেহ থাকে সজীব ও সক্রিয়। আর রক্তশূন্যতা বা এনিমিয়া দেখা দিলেই শরীর অকেজো ও দুর্বল হয়ে পড়ে, প্রাণশক্তিতে পড়ে ভাটা। এই অপরিহার্য উপাদানটি কল-কারখানায় তৈরি হয় না, তৈরি হয় না বড় বড় ল্যাব ও গবেষণাগারে। বিজ্ঞানীদের নিরসল চেষ্টা সত্ত্বেও এখনো রক্তের বিকল্প দ্বিতীয় কোনো উপাদান তৈরি করা সম্ভব হয়নি, নিকট ভবিষ্যতেও সম্ভব হবে এমনটাও আশা করা যায় না। মানুষের রক্তের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়। জীবন বাঁচানোর জন্য রক্তদান এতই গুরুত্বপূর্ণ যে, বলা হয় ‘করিলে রক্তদান, ব...

গো পতাকা প্রতিষ্ঠা ভারত যাত্রা

Image
ধৰ্মীয় বিশ্বাসকে সন্মান জানাতে, সংবিধান ও আইনে রাষ্ট্রীয় তালিকা থেকে গোমাতাকে বাদ দিয়ে কেন্দ্রীয় তালিকায় স্থান দেওয়ার লক্ষ্যে ভারতজুড়ে চলছে গো প্রতিষ্ঠা আন্দোলন। এই আন্দোলন গোমাতাকে জাতির মায়ের মর্যাদা দিতে এবং ভারতকে গোহত্যামুক্ত করতে চলছে অভিযান। শ্রদ্ধেয় জগদগরু জ্যোতিষপীঠশ্বর শঙ্করাচার্য জির নির্দেশনায় দেশব্যাপী গো সম্মানের প্রচারাভিযান অব্যাহত রয়েছে, যিনি এই সম্বতসরকে গো সংবৎসর হিসেবে ঘোষণা করেছেন। শ্রদ্ধেয় জ্যোতিষপীঠধীশ্বর জগদগরু শংঙ্করাচার্য অভিমুক্তকেশ্বরানন্দ জির নির্দেশে এবং নেতৃত্বে ২২শে সেপ্টেম্বর থেকে ২৬ শে অক্টবর পর্যন্ত গো, পতাকা প্রতিষ্ঠা ভারত যাত্রা নামে একটি গোরক্ষা আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে।

এডভোকেট ইউনিটি ফোরাম। সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউমান রাইট অর্গানাইজেশন প্রতিবাদ মিছিল

Image
আর জি কর নিয়ে গোটা বাংলা নয় সারা বিশ্ব জুড়ে উত্তাল, বিচারে আশায়। মৌমিতা দেবনাথে মৃত্যু বিচার চেয়ে পথে নামেনি এমন কেউ নেই। প্রত্যেকে একটাই দাবী উই ওয়ান্ট জাস্টিস। ঠিক তেমনি বুধবার ওয়েস্ট বেঙ্গল এডভোকেট ইউনিটি ফোরাম ও সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউমান রাইট এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে প্রেস কর্নার থেকে একটি মিছিল বেড় হয়। যেখানে বহু মহিলা পুরুষ কে এই মিছিলে পা মেলাতে দেখা যায়। এছাড়াও ছিল আইনজীবীদের একাংশ। অভয়া বিচার চেয়ে জনগণের চক্ষু খুলেছে এই ধরনের ঘটনা শুধু বাংলায় নয় সমস্ত রাজ্যে হচ্ছে। তাই মানুষকে এগিয়ে আসতে, তাঁদেরকে সজাগ হতে হবে। আমরাই আমাদের এই সংগঠন থেকে প্রথম ডেপুটেশন জমা দিয়ে ছিলাম রাজ্যেপালের কাছে ১১তারিখে। যাতে সি, বি আই তদন্ত হোক। এমনটাই বলেন হিউমান রাইটসের জেনারেল সেগেটারি অতীন্দ্র ঘোষ।

নাভিয়ুক নাগরিক সঙ্ঘ পরিচালনায় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ আরোধনা

Image
নাভিয়ুক নাগরিক সঙ্ঘ পরিচালনায় আয়োজিত হল শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা উৎসব। ইলেকট্রিক মার্কেট সন্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রতি বছরের মত এ বছরও জাগ যমক ভাবে আয়োজিত হল তাঁদের পুজো। পুজো পাশাপাশি ছিল ভোগ বিতরণ, ভোজন গান ও আরও অনেক কিছু। সোমবার ছিল ভোগ বিতরণে অনুষ্ঠান। ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মজুভূত করেন রাজ্যে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অনুষ্ঠানটি উদ্যোগে রয়েছেন পুজো প্রেসিডেন্ট উমাকান্ত আগরওয়াল, ওয়ার্কিন প্রেসিডেন্ট কুশল পাণ্ডে, জেনারেল সেগেটারি পাওয়ান পাণ্ডে, সহ আরও অনেকে।

বড় বাজার গ্রেটার একতা মঞ্চের গণেশ পুজো এ বছর জমজমাট

Image
আজ গণেশ চতুর্থী। হিন্দুদের উৎসবের ক্যালেন্ডার শুরুই হয় এই গণেশ মহোৎসব দিয়ে। সারা দেশে, বিশেষত মহারাষ্ট্রে গণেশ উৎসব বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্মে গণেশ চতুর্থীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি বছরের মতো এবছরও গ্রেটার বড় বাজার একতা মঞ্চের পরিচালনায় গণেশ পুজো আয়োজন হল। পুজো পাশাপাশি ভোগ খাওয়ানো, ভোজন সব কিছু মিলিয়ে গ্রেটার বড়বাজার একতা মঞ্চের পুজো জমজমাট। পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, পৌরপিতা রাকেশ সিং, নরেশ চৌধুরী, সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় আছেন সুমিত হাঁড়িতোয়াল।

শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডল উদ্যোগে গণেশ পুজো উদ্ভোধন

Image
শুক্রবার শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী পরিচালনায় গণেশ পুজো শুভ উদ্ভোধন। উদ্যোগক্তা সুশীল কোঠারি। তিনি বলেন আর, জি কর নিয়ে এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা এ বছর খুব ছোট করে পুজো করেছি। আগামী বছর বড় করে করবো। তবে আমার এই পুজো সবাই এসেছে তাতে আমরা খুব খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, যুব নেতা সৌম্য বক্সি পবন শর্মা, রঘুনাথ আগোয়াল সৌরভ দাস সহ আরও অনেকে।

দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন সফলভাবে ৭৩তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা করলো এবং উদযাপিত হল ৭৫ বছরের শ্রেষ্ঠত্ব

Image
কলকাতা, ৫ই সেপ্টেম্বর ২০২৪ – দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (আইআইএফ) ৫ই সেপ্টেম্বর ২০২৪ কলকাতায় তাদের ৭৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে পরিচালনা করল। এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি আইআইফ-এর ৭৫তম বার্ষিকী উদযাপনের সূচনা চিহ্নিত করে, যেখানে শিল্পনেতারা, সদস্যরা এবং অংশীদাররা একত্রিত হন ইনস্টিটিউটের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করতে এবং ভারতের ফাউন্ড্রি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে। AGM-এ শ্রী নবনীত আগরওয়াল, ম্যানেজিং পার্টনার, আর.বি. আগরওয়াল এন্ড কোম্পানি, ২০২৪-২৫ মেয়াদের জন্য IIF-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হন, যিনি শ্রী ডি.এস. চন্দ্রশেখরের স্থলাভিষিক্ত হন। নতুনভাবে নিযুক্ত জাতীয় অফিস বেয়ারারদের (NOB) দলটি হলো: শ্রী নবনীত আগরওয়াল – সভাপতি, শ্রী সুশীল শর্মা – সহ-সভাপতি (ব্যবস্থাপনা পরিচালক, শামল্যাক্স মেটা-কেম প্রাইভেট লিমিটেড, নাগপুর), শ্রী প্রদীপ কুমার মধোগরিয়া – মাননীয় সম্পাদক (পার্টনার, ইয়াশি কাস্টিংস, হাওড়া), শ্রী দীনেশ গুপ্তা – মাননীয় কোষাধ্যক্ষ (পরিচালক, সত্যকিরণ ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি)। তাঁর উদ্বোধনী ভাষণে, সভাপতি শ্রী নবনীত আগরওয...

বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ

Image
সোমবার সোমবাতী অমাবস্যা ও বিশ্বশান্তি মা কালীপুজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ হল বড়বাজার বটতলা স্ট্রিটে সন্নিকটে। উদ্যোগক্তা বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। তিনি জানান আমি এই কাজের অনুপ্রেরণা পাই সমাজসেবী সন্তোষ পাঠকের কাছে থেকে। তবে শুধু ভোগ বিতরণ নয়, মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় সন্তোষ পাঠক এবং পাশাপাশি নাগেশ সিং কে। প্রতি অমাবস্যায় তিনি ভোগ বিতরণ করেন । তবে এই সুস্বাদ ভোগ লাইন দিয়ে মানুষকে খেতে দেখা যায় প্রতিবারে। ভোগে ছিল সুস্বাদ্ধ খিচুড়ি আর পায়েশ।

নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রবিবার নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। সহযোগিতায় রয়েছেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। রক্তদান মহৎদান তাই এই কাজ সবারই করা উচিত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা, এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, সৌম্য বক্সি, শেয়া পান্ডে, কবিতা গুপ্তা,বিধায়ক অশোক দেব সহ আরও অনেকে। তবে সমগ্র অনু...