এডভোকেট ইউনিটি ফোরাম। সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউমান রাইট অর্গানাইজেশন প্রতিবাদ মিছিল
আর জি কর নিয়ে গোটা বাংলা নয় সারা বিশ্ব জুড়ে উত্তাল, বিচারে আশায়। মৌমিতা দেবনাথে মৃত্যু বিচার চেয়ে পথে নামেনি এমন কেউ নেই। প্রত্যেকে একটাই দাবী উই ওয়ান্ট জাস্টিস। ঠিক তেমনি বুধবার ওয়েস্ট বেঙ্গল এডভোকেট ইউনিটি ফোরাম ও সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউমান রাইট এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে প্রেস কর্নার থেকে একটি মিছিল বেড় হয়। যেখানে বহু মহিলা পুরুষ কে এই মিছিলে পা মেলাতে দেখা যায়। এছাড়াও ছিল আইনজীবীদের একাংশ। অভয়া বিচার চেয়ে জনগণের চক্ষু খুলেছে এই ধরনের ঘটনা শুধু বাংলায় নয় সমস্ত রাজ্যে হচ্ছে। তাই মানুষকে এগিয়ে আসতে, তাঁদেরকে সজাগ হতে হবে। আমরাই আমাদের এই সংগঠন থেকে প্রথম ডেপুটেশন জমা দিয়ে ছিলাম রাজ্যেপালের কাছে ১১তারিখে। যাতে সি, বি আই তদন্ত হোক। এমনটাই বলেন হিউমান রাইটসের জেনারেল সেগেটারি অতীন্দ্র ঘোষ।
Comments