নাভিয়ুক নাগরিক সঙ্ঘ পরিচালনায় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ আরোধনা
নাভিয়ুক নাগরিক সঙ্ঘ পরিচালনায় আয়োজিত হল শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা উৎসব। ইলেকট্রিক মার্কেট সন্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রতি বছরের মত এ বছরও জাগ যমক ভাবে আয়োজিত হল তাঁদের পুজো। পুজো পাশাপাশি ছিল ভোগ বিতরণ, ভোজন গান ও আরও অনেক কিছু। সোমবার ছিল ভোগ বিতরণে অনুষ্ঠান। ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মজুভূত করেন রাজ্যে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অনুষ্ঠানটি উদ্যোগে রয়েছেন পুজো প্রেসিডেন্ট উমাকান্ত আগরওয়াল, ওয়ার্কিন প্রেসিডেন্ট কুশল পাণ্ডে, জেনারেল সেগেটারি পাওয়ান পাণ্ডে, সহ আরও অনেকে।
Comments