নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন।
রবিবার নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। সহযোগিতায় রয়েছেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। রক্তদান মহৎদান তাই এই কাজ সবারই করা উচিত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা, এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, সৌম্য বক্সি, শেয়া পান্ডে, কবিতা গুপ্তা,বিধায়ক অশোক দেব সহ আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় রয়েছেন সংগঠনের সম্পাদক চন্দ্রন দে মহাশয়।
Comments