বড় বাজার গ্রেটার একতা মঞ্চের গণেশ পুজো এ বছর জমজমাট
আজ গণেশ চতুর্থী। হিন্দুদের উৎসবের ক্যালেন্ডার শুরুই হয় এই গণেশ মহোৎসব দিয়ে। সারা দেশে, বিশেষত মহারাষ্ট্রে গণেশ উৎসব বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্মে গণেশ চতুর্থীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি বছরের মতো এবছরও গ্রেটার বড় বাজার একতা মঞ্চের পরিচালনায় গণেশ পুজো আয়োজন হল। পুজো পাশাপাশি ভোগ খাওয়ানো, ভোজন সব কিছু মিলিয়ে গ্রেটার বড়বাজার একতা মঞ্চের পুজো জমজমাট। পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, পৌরপিতা রাকেশ সিং, নরেশ চৌধুরী, সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় আছেন সুমিত হাঁড়িতোয়াল।
Comments