বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ
সোমবার সোমবাতী অমাবস্যা ও বিশ্বশান্তি মা কালীপুজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ হল বড়বাজার বটতলা স্ট্রিটে সন্নিকটে। উদ্যোগক্তা বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। তিনি জানান আমি এই কাজের অনুপ্রেরণা পাই সমাজসেবী সন্তোষ পাঠকের কাছে থেকে। তবে শুধু ভোগ বিতরণ নয়, মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় সন্তোষ পাঠক এবং পাশাপাশি নাগেশ সিং কে। প্রতি অমাবস্যায় তিনি ভোগ বিতরণ করেন । তবে এই সুস্বাদ ভোগ লাইন দিয়ে মানুষকে খেতে দেখা যায় প্রতিবারে। ভোগে ছিল সুস্বাদ্ধ খিচুড়ি আর পায়েশ।
Comments