শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডল উদ্যোগে গণেশ পুজো উদ্ভোধন
শুক্রবার শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী পরিচালনায় গণেশ পুজো শুভ উদ্ভোধন। উদ্যোগক্তা সুশীল কোঠারি। তিনি বলেন আর, জি কর নিয়ে এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা এ বছর খুব ছোট করে পুজো করেছি। আগামী বছর বড় করে করবো। তবে আমার এই পুজো সবাই এসেছে তাতে আমরা খুব খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, যুব নেতা সৌম্য বক্সি পবন শর্মা, রঘুনাথ আগোয়াল সৌরভ দাস সহ আরও অনেকে।
Comments