গো পতাকা প্রতিষ্ঠা ভারত যাত্রা

ধৰ্মীয় বিশ্বাসকে সন্মান জানাতে, সংবিধান ও আইনে রাষ্ট্রীয় তালিকা থেকে গোমাতাকে বাদ দিয়ে কেন্দ্রীয় তালিকায় স্থান দেওয়ার লক্ষ্যে ভারতজুড়ে চলছে গো প্রতিষ্ঠা আন্দোলন। এই আন্দোলন গোমাতাকে জাতির মায়ের মর্যাদা দিতে এবং ভারতকে গোহত্যামুক্ত করতে চলছে অভিযান। শ্রদ্ধেয় জগদগরু জ্যোতিষপীঠশ্বর শঙ্করাচার্য জির নির্দেশনায় দেশব্যাপী গো সম্মানের প্রচারাভিযান অব্যাহত রয়েছে, যিনি এই সম্বতসরকে গো সংবৎসর হিসেবে ঘোষণা করেছেন। শ্রদ্ধেয় জ্যোতিষপীঠধীশ্বর জগদগরু শংঙ্করাচার্য অভিমুক্তকেশ্বরানন্দ জির নির্দেশে এবং নেতৃত্বে ২২শে সেপ্টেম্বর থেকে ২৬ শে অক্টবর পর্যন্ত গো, পতাকা প্রতিষ্ঠা ভারত যাত্রা নামে একটি গোরক্ষা আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা