রামভক্ত মন্ডলী তরফে রাম নবমী মিছিল

বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হল রাম নবমী। এ দিন গোটা দেশের বিভিন্ন হিন্দু ধৰ্মীয় সংগঠন রাম নবমী উপলক্ষে মিছিল বের করে। রামের জন্মদিন উপলক্ষে পালিত হয় রাম নবমী। তবে বাদ পড়েনি কলকাতাতেও। কলকাতায় এই দিন টি উপলক্ষে বিভিন্ন জায়গায় শোভা যাত্রায় বের হয়। ঠিক তেমনি এই দিনে বিকাল ৫টা সময় শিয়ালদা ক্লোক ট্র্যাওয়ার থেকে একটি শোভাযাত্রা মানুষ সামিল হয়। শোভা যাত্রা ছিল চোখে পড়ার মতো। নারী পুরুষ সহ প্রত্যেকে ভ্রাত্বতো পূর্ণ বজায় রেখে আন্দনের সাথে মিছিলে পা মেলায়। শোভা যাত্রায় উপস্থিত ছিল প্রেসিডেন্ট সুদীপ রাম, জেনারেল সেগেটারি অয়ন চক্রবর্তী, অলোক সিং, দেবাশীষ দত্ত , সুরাজ তিয়ারি, মিঠু চক্রবর্তী, দিলীপ রাম, রাজু ইয়াঙের অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে রাম ভক্ত মণ্ডলী তরফ থেকে।