Posts

Showing posts from March, 2023

রামভক্ত মন্ডলী তরফে রাম নবমী মিছিল

Image
বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হল রাম নবমী। এ দিন গোটা দেশের বিভিন্ন হিন্দু ধৰ্মীয় সংগঠন রাম নবমী উপলক্ষে মিছিল বের করে। রামের জন্মদিন উপলক্ষে পালিত হয় রাম নবমী। তবে বাদ পড়েনি কলকাতাতেও। কলকাতায় এই দিন টি উপলক্ষে বিভিন্ন জায়গায় শোভা যাত্রায় বের হয়। ঠিক তেমনি এই দিনে বিকাল ৫টা সময় শিয়ালদা ক্লোক ট্র্যাওয়ার থেকে একটি শোভাযাত্রা মানুষ সামিল হয়। শোভা যাত্রা ছিল চোখে পড়ার মতো। নারী পুরুষ সহ প্রত্যেকে ভ্রাত্বতো পূর্ণ বজায় রেখে আন্দনের সাথে মিছিলে পা মেলায়। শোভা যাত্রায় উপস্থিত ছিল প্রেসিডেন্ট সুদীপ রাম, জেনারেল সেগেটারি অয়ন চক্রবর্তী, অলোক সিং, দেবাশীষ দত্ত , সুরাজ তিয়ারি, মিঠু চক্রবর্তী, দিলীপ রাম, রাজু ইয়াঙের অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে রাম ভক্ত মণ্ডলী তরফ থেকে।

কংগ্রেসের নেতৃত্ব এ বিধান ভবন থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল

Image
২৪এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের বড় ধাক্কা। মানহানির মামলায় ২বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। আর ওয়েনাড়ের সাংসদ নন তিনি। আর তারই ক্ষোভে ফেটে পড়ল গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্ব এ চলছে আনন্দলন, বিক্ষোভ। বুধবার এই ইস্যু নিয়ে কলকাতা বিধান ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটি বিশাল ৱ্যালি বের হয়। কংগ্রেস এ নেতৃত্বে এই মিছিলে সামিল ছিল কয়েক হাজার মানুষ। মোদী হটাও দেশ বাঁচাও এই ছিল তাঁদের স্লো গান। পাশাপাশি ছিল বাংলার সরকারে বিরুদ্ধে বিভিন্ন তোপ। কেন্দ্র এবং রাজ্য কে দুই সরকারকেই দুস লেন এই আন্দালনের মধ্যে দিয়ে। মিছিলে সামিল ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত, সুমন পাল, আশুতোষ, প্রদেশ কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী সহ আরও অনেকে।

এক অসহায় বৃদ্ধ জোর করে জমি দখল নেওয়ার অভিযোগ উঠে বেশ কয়েকজন দুষ্কৃতী বিরুদ্ধে

Image
এবার ডানকুনি থানার অন্তর্গত মিজলা মৌজা অঞ্চলে একটি জমি জোর করে দখল করা অভিযোগ উঠল স্থানীয় এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় খুনের হুমকি দেবার অভিযোগ উঠে ওই যুবকের বিরুদ্ধে। রাজেশ পোড়েল, পাচু হাতি, মেঘা মাঝি, নকুল মাঝি, অশোক আদব সহ নামে বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলে এক অসহায় বৃদ্ধ। ভুক্তভুগি মহাদেব কোলে নামে এক অসুস্থ বৃদ্ধ ও তার বেকার শিক্ষিত এক ছেলের অভিযোগ তাঁদের জমিতে স্থানীয় ওই যুবকরা জোর করে জমিতে দখল নেয়। এবং বৃদ্ধকে ২লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগও জানান বৃদ্ধ। মহাদেব কোলে বলেন আমি এই সমস্যা নিয়ে ডানকুনি থানায় অন্তর্গত হয়ই। পুলিশকে সব কিছু জানানোর পরও কোন সুরাহা মেলেনি। তিনি আরও বলেন ওই সব দুষ্কৃতীরা সব প্রশাসনের লোক। তাই পুলিশ এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করেনি।

Cheti chand- 2023 sindhi new year celebration

Image
Jhulelal Yuva Sangha – Sangha formed by the Sindhis of South Kolkata, New Alipore in service for the community & humanity. Every year Celebrating – Cheti Chand, Sant Kanwar Ram Varsi and other various festivals, Guru Nanak Jayanti, Durga Puja, Kali Puja, Diwali, Navratri, Holi get together / social gathering and round the year social & Community activities. Sindhi New Year Celebration Organised by Jhulelal Yuva Sangha – South Kolkata, New Alipore. The event took place at the Hindustan Club grounds were the Sindhis of South Kolkata have been residing nearby since an eternity now. They take place in various other festivals of various religions & believe in diversity. The event was followed by live performance of Sindhi Folk Songs, Dance, Music, which told stories of ancient times, which left a nostalgia feeling to the older members while educating the younger ones about the history & culture. Modern Indian Family are forgetting their roots of culture and at Jhulelal Yo...

শহরে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩

Image
আইপিএল (IPL) এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ। আইপিএলের আকর্ষণ, জনপ্রিয়তা, বিপণন দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমী টিপু সুলতান, মউফুজ গৌসী, ইরফান খান, হামিদ সিদ্দিকী ও শফিক খান সহ পাঁচ ভাইয়ের। তাদের একমাত্র লক্ষ্য যুবসমাজ কে খেলাধুলার মনোযোগ বাড়ানো। মূলত সেই লক্ষ্যে শহরে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩। দুই দিবসীয় দিবা-রাত্রের নকআউট পর্যায়ের এই টুর্নামেন্টের শুভ সূচনা হল আজ। এদিন হাওড়ার ঘাসবাগানে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩এর। প্রধান উদ্যোক্তা টিপু সুলতান। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সহযোগিতায় শুরু হল এই টুর্নামেন্ট। এদিনের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ওয়েলম্যান গ্রুপের সিইও ললিত শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট ৫ওভারের ম্যাচে খেলবে ৩২টি টিম। প্রথম ম্যাচ গোলাবাড়ি vs ভারত স্পোর্টিং ক্লাবের মধ্যে হয়। বিজয়ী দলের জন্য থাকছে ট্রফি ও ৪০হাজার টাকা ও বিজেতা দলের জন্য ট্রফি ও ৩০হাজার টাকার পুরস্কার রয়েছে। স্পন্সর হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে MS BANQUET, RM EXPRESS, MPS, GALAXY FITNESS, GALAXY PUBLIC SCHOOL সহ অন্যান্যরা। সমস্ত ম্যাচ IPL নিয়ম অনুযায়ী হবে এমনটাই জানালেন উদ্...

মহিলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে সামনে

Image
এডিনো ভাইরাসে আক্রান্ত বহু শিশু।ইতিমধ্যে বাংলা জুড়ে মারা যাচ্ছে বহু শিশু।শ্বাসকষ্ট জ্বর সহ অন্যান্য লক্ষণ নিয়ে শিশুদের আক্রান্ত হবার ঘটনায় রীতিমতো তৎপর স্বাস্থ্য দপ্তর।কিন্তু বহু মায়ের কোল শুন্য হয়ে যাচ্ছে সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষন করতে আজ ডক্টর বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে পশ্চিম বঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্তর নেতৃত্বেপ্রতিবাদ ও সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।হাপাতালের পরিকাঠামো ও সুচারু স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি icu বাড়ানোর জন্য সুপারের কাছে তারা জানান।প্রদেশ কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী জানান তারা এই প্রতিবাদ জনগণের জন্য চালিয়ে যাবেন যতক্ষন না স্বাস্থ্য বিভাগের এই চরম অনুন্নত দশা কাটছে প্রদেশ কংগ্রেস ততক্ষণ পথে নেমে এইভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।

৪২নং ওয়ার্ড তৃণমূল ইয়ুথ কংগ্রেসের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের জানানো হল শুভেচ্ছা

Image
(নিজস্ব প্রতিনিধি :-গীতা মন্ডল) মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০থেকে দুপুর ২টো পর্যন্ত। এবার পরীক্ষাথী সংখ্যা সাড়ে ৮লক্ষ। ছাত্র তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। তবে এবারে এই পরীক্ষাকে কেন্দ্র করে ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসের তরফ থেকে শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে সন্নিকটে সমস্ত পরীক্ষাথীদের জন্য একটি ক্যাম্পে ব্যবস্থা করা হয়। যেখানে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছিল এবং সমস্ত পরীক্ষাথীদের জন্য গোলাপ,পেন, ও জল দিয়ে স্বাগত জানানো হয়। উদ্যোগক্তা উত্তর কলকাতা তৃণমূল ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট শান্তি রজন কুন্ড ও ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট দীপক নিগালিয়া এনারা নিজের হাতে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে অভ্যার্থনা জানান। তবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও সমস্ত পরীক্ষাথীদের শুভেচ্ছা বার্তা আসে। এই ক্যাম্প যত দিন পরীক্ষা চলবে ততোদিন পর্যন্ত ক্যাম্প থাকবে বলে জানান উদ্যোক্তারা।

২০নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ আয়োজিত হল কন্যা সন্তানের জননীদের সম্বর্ধনা জ্ঞাপন

Image
'যে রাধে সে চুল ও বাঁধে,মেয়েদের কে কেন্দ্র করে কথা টা খুবই প্রচলিত। ঘরে এবং বাহিরে সমান ভাবে সামলে চলেছে ঘরে গৃহিনীরা। কিন্তু মেয়েদের কে এখনও সমাজে একটু নিচু করে দেখা হয়। সমাজে এখনও কন্যা ভ্রূণ কে নষ্ট করে দেওয়া হয়। সমাজে মেয়েদের কে উচ্চ স্বীকৃতি দিতে এগিয়ে আসতে হবে সমাজকেই। রবিবার ২০নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এর পরিচালনায় আয়োজিত হল কন্যা সন্তানের জননীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।৮ই মার্চ ছিল আন্তজার্তিক নারী দিবস। আর তাই সেই দিন টি কে উপলক্ষ করেই ১২মার্চ আয়োজিত হল কন্যা সন্তান জননীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আঁকড়া কৃষ্ণ নগর ভ্রাতৃসংঘ খেলার মাঠে এই অনুষ্ঠান টি আয়োজন করা হয় । অনুষ্ঠান টি ছিল চোখে পড়ার মতো। বসে ছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত ছিল সাংসদ শুভাশীষ চক্রবর্তী, বিধায়ক দুলাল চন্দ্র দাস, বিধায়ক রত্না চ্যাট্টর্জি,তাপস চক্রবর্তী,অভিজিৎ মুখ্যার্জি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। তবে এই দিন উদ্যোক্তা ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী কে এক বিশেষ ভূমিকায় দেখা যায়। তিনি নিজের হাতে সমস্ত মিহিলাদের কে সম্বর্ধনা দেন।

নৈহাটীতে যাত্রা শুরু হল উষা ইভি ইলেকট্রিক স্কুটারে শোরুম

Image
নৈহাটী আরবিসিরোডে ঊষা ইভি ইলেকট্রিক স্কুটারে শোরুমে শুভ উদ্ভোদন হল শনিবার। ফ্রিতে কেটে উদ্ভোধনের শুভ সূচনা হয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এ সাহায্য করবে এই এমনটাই দাবী সংস্থার। শোরুমে পাওয়া যাবে ৬টি মডেল। যার দাম ৫৫হাজার টাকা থেকে ১লক্ষ ৫০হাজারএ মধ্যে। গাড়ি গতি ঘন্টায় ৪৫কিমি সর্বোচ্চ। খুব কম ও সস্তায় পাওয়া যাবে ঊষা ইভি স্কুটার। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি মার্কেট ম্যানেজার অস্বীনি কুমার দাস, জি সি শীল এন্ড কোম্পানি কর্ণধার রাস বিহারী শীল, সনত দে, শুভাশীষ নন্দি, দীপ্তি দে, বীরেশ্বর সরকার, অজয় সিং, সঞ্জনা খাতুন, রুপা রায়, শিউলি ভান্ডারী অভিজিৎ পাল, সুরঞ্জন বিশ্বাস সহ অন্যান্য। ঊষা কমিনিউকেট এন্ড এন্টারপ্রাইজ ও খুচরো বিক্রতা জিসি শীল এন্ড কোম্পানি অবস্থিত মহারাষ্ট্রে ধুলায়।

বুধবার অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদূর সংগঠনে সংবাদিক সম্মেলন

Image
(নিজস্ব প্রতিনিধি গীতা মন্ডল ):-বুধবার অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদূর সংগঠনে তরফে একটি সাংবাদিক সম্মেলন হল কলকাতায়। বৈঠকে আলোচনায় উঠে আসে ভারতীয় কৃষির পরিস্থিতি, ভারতীয় কৃষক ও কৃষি শ্রমিকদের করুন অবস্থা এবং দেশ বিদেশের বহুজাতিক কোম্পানি এবং তাঁদের দোসরদের, বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং বিভিন্ন পুঁজিবাদী রাজ্য সরকারগুলির বিরুদ্ধে সংগ্রামকে শক্তিশালী করার জন্য সংগঠনের সামনের করণীয় কাজ কি হবে তা নিয়ে আলোচনা হয়।পাশাপাশি খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বাত্মক রাষ্ট্রীয় বাণিজ্য প্রবর্তনের অংশ হিসাবে ফসলের উৎপাদন খরচের দেড়গুণের বেশি এমএসপি এর আইনি গ্যারান্টি,২০২২এর বিদ্যুৎ বিল প্রত্যাহার, যথা সময়ে কৃষিতে উপযুক্ত গুনমানসম্পন্ন উপাদানগুলি সস্তা দামে সরবরাহ করতে হবে,গ্রামীণ দরিদ্র মানুষের সারা বছরের কাজের ব্যবস্থা করতে হবে।কৃষক ও ক্ষেতমজুমদের বৃদ্ধ বয়সে কমপক্ষে মাসে পাঁচ হাজার টাকা পেনশন বরাদ্দ করা এবং কৃষি ঋণ মুকুব করা ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে আলোচনার হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গোপাল বিশ্বাস, অসিত মন্ডল, স্বপন দেবনাথ,সংগঠনের সাধারণ সম্পাদক শংকর ঘোষ। তবে এটি কে আরও জোরদার কর...