শহরে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩

আইপিএল (IPL) এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ। আইপিএলের আকর্ষণ, জনপ্রিয়তা, বিপণন দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমী টিপু সুলতান, মউফুজ গৌসী, ইরফান খান, হামিদ সিদ্দিকী ও শফিক খান সহ পাঁচ ভাইয়ের। তাদের একমাত্র লক্ষ্য যুবসমাজ কে খেলাধুলার মনোযোগ বাড়ানো। মূলত সেই লক্ষ্যে শহরে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩। দুই দিবসীয় দিবা-রাত্রের নকআউট পর্যায়ের এই টুর্নামেন্টের শুভ সূচনা হল আজ। এদিন হাওড়ার ঘাসবাগানে শুরু হল নর্থ হাওড়া কাপ-২৩এর। প্রধান উদ্যোক্তা টিপু সুলতান। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সহযোগিতায় শুরু হল এই টুর্নামেন্ট। এদিনের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ওয়েলম্যান গ্রুপের সিইও ললিত শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট ৫ওভারের ম্যাচে খেলবে ৩২টি টিম। প্রথম ম্যাচ গোলাবাড়ি vs ভারত স্পোর্টিং ক্লাবের মধ্যে হয়। বিজয়ী দলের জন্য থাকছে ট্রফি ও ৪০হাজার টাকা ও বিজেতা দলের জন্য ট্রফি ও ৩০হাজার টাকার পুরস্কার রয়েছে। স্পন্সর হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে MS BANQUET, RM EXPRESS, MPS, GALAXY FITNESS, GALAXY PUBLIC SCHOOL সহ অন্যান্যরা। সমস্ত ম্যাচ IPL নিয়ম অনুযায়ী হবে এমনটাই জানালেন উদ্যোক্তারা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা