বুধবার অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদূর সংগঠনে সংবাদিক সম্মেলন
(নিজস্ব প্রতিনিধি গীতা মন্ডল ):-বুধবার অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদূর সংগঠনে তরফে একটি সাংবাদিক সম্মেলন হল কলকাতায়। বৈঠকে আলোচনায় উঠে আসে ভারতীয় কৃষির পরিস্থিতি, ভারতীয় কৃষক ও কৃষি শ্রমিকদের করুন অবস্থা এবং দেশ বিদেশের বহুজাতিক কোম্পানি এবং তাঁদের দোসরদের, বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং বিভিন্ন পুঁজিবাদী রাজ্য সরকারগুলির বিরুদ্ধে সংগ্রামকে শক্তিশালী করার জন্য সংগঠনের সামনের করণীয় কাজ কি হবে তা নিয়ে আলোচনা হয়।পাশাপাশি খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বাত্মক রাষ্ট্রীয় বাণিজ্য প্রবর্তনের অংশ হিসাবে ফসলের উৎপাদন খরচের দেড়গুণের বেশি এমএসপি এর আইনি গ্যারান্টি,২০২২এর বিদ্যুৎ বিল প্রত্যাহার, যথা সময়ে কৃষিতে উপযুক্ত গুনমানসম্পন্ন উপাদানগুলি সস্তা দামে সরবরাহ করতে হবে,গ্রামীণ দরিদ্র মানুষের সারা বছরের কাজের ব্যবস্থা করতে হবে।কৃষক ও ক্ষেতমজুমদের বৃদ্ধ বয়সে কমপক্ষে মাসে পাঁচ হাজার টাকা পেনশন বরাদ্দ করা এবং কৃষি ঋণ মুকুব করা ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে আলোচনার হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গোপাল বিশ্বাস, অসিত মন্ডল, স্বপন দেবনাথ,সংগঠনের সাধারণ সম্পাদক শংকর ঘোষ। তবে এটি কে আরও জোরদার করার জন্য ১২ও ১৪ মার্চ এই সম্মেলনের প্রতিনিধি অধিবেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগরে আয়োজিত হতে চলেছে।
Comments