৪২নং ওয়ার্ড তৃণমূল ইয়ুথ কংগ্রেসের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের জানানো হল শুভেচ্ছা
(নিজস্ব প্রতিনিধি :-গীতা মন্ডল) মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০থেকে দুপুর ২টো পর্যন্ত। এবার পরীক্ষাথী সংখ্যা সাড়ে ৮লক্ষ। ছাত্র তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। তবে এবারে এই পরীক্ষাকে কেন্দ্র করে ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসের তরফ থেকে শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে সন্নিকটে সমস্ত পরীক্ষাথীদের জন্য একটি ক্যাম্পে ব্যবস্থা করা হয়। যেখানে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছিল এবং সমস্ত পরীক্ষাথীদের জন্য গোলাপ,পেন, ও জল দিয়ে স্বাগত জানানো হয়। উদ্যোগক্তা উত্তর কলকাতা তৃণমূল ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট শান্তি রজন কুন্ড ও ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট দীপক নিগালিয়া এনারা নিজের হাতে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে অভ্যার্থনা জানান। তবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও সমস্ত পরীক্ষাথীদের শুভেচ্ছা বার্তা আসে। এই ক্যাম্প যত দিন পরীক্ষা চলবে ততোদিন পর্যন্ত ক্যাম্প থাকবে বলে জানান উদ্যোক্তারা।
Comments