এক অসহায় বৃদ্ধ জোর করে জমি দখল নেওয়ার অভিযোগ উঠে বেশ কয়েকজন দুষ্কৃতী বিরুদ্ধে
এবার ডানকুনি থানার অন্তর্গত মিজলা মৌজা অঞ্চলে একটি জমি জোর করে দখল করা অভিযোগ উঠল স্থানীয় এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় খুনের হুমকি দেবার অভিযোগ উঠে ওই যুবকের বিরুদ্ধে। রাজেশ পোড়েল, পাচু হাতি, মেঘা মাঝি, নকুল মাঝি, অশোক আদব সহ নামে বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলে এক অসহায় বৃদ্ধ। ভুক্তভুগি মহাদেব কোলে নামে এক অসুস্থ বৃদ্ধ ও তার বেকার শিক্ষিত এক ছেলের অভিযোগ তাঁদের জমিতে স্থানীয় ওই যুবকরা জোর করে জমিতে দখল নেয়। এবং বৃদ্ধকে ২লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগও জানান বৃদ্ধ। মহাদেব কোলে বলেন আমি এই সমস্যা নিয়ে ডানকুনি থানায় অন্তর্গত হয়ই। পুলিশকে সব কিছু জানানোর পরও কোন সুরাহা মেলেনি। তিনি আরও বলেন ওই সব দুষ্কৃতীরা সব প্রশাসনের লোক। তাই পুলিশ এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করেনি।
Comments