মহিলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে সামনে
এডিনো ভাইরাসে আক্রান্ত বহু শিশু।ইতিমধ্যে বাংলা জুড়ে মারা যাচ্ছে বহু শিশু।শ্বাসকষ্ট জ্বর সহ অন্যান্য লক্ষণ নিয়ে শিশুদের আক্রান্ত হবার ঘটনায় রীতিমতো তৎপর স্বাস্থ্য দপ্তর।কিন্তু বহু মায়ের কোল শুন্য হয়ে যাচ্ছে সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষন করতে আজ ডক্টর বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে পশ্চিম বঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্তর নেতৃত্বেপ্রতিবাদ ও সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।হাপাতালের পরিকাঠামো ও সুচারু স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি icu বাড়ানোর জন্য সুপারের কাছে তারা জানান।প্রদেশ কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী জানান তারা এই প্রতিবাদ জনগণের জন্য চালিয়ে যাবেন যতক্ষন না স্বাস্থ্য বিভাগের এই চরম অনুন্নত দশা কাটছে প্রদেশ কংগ্রেস ততক্ষণ পথে নেমে এইভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।
Comments