কংগ্রেসের নেতৃত্ব এ বিধান ভবন থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল

২৪এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের বড় ধাক্কা। মানহানির মামলায় ২বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। আর ওয়েনাড়ের সাংসদ নন তিনি। আর তারই ক্ষোভে ফেটে পড়ল গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্ব এ চলছে আনন্দলন, বিক্ষোভ। বুধবার এই ইস্যু নিয়ে কলকাতা বিধান ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটি বিশাল ৱ্যালি বের হয়। কংগ্রেস এ নেতৃত্বে এই মিছিলে সামিল ছিল কয়েক হাজার মানুষ। মোদী হটাও দেশ বাঁচাও এই ছিল তাঁদের স্লো গান। পাশাপাশি ছিল বাংলার সরকারে বিরুদ্ধে বিভিন্ন তোপ। কেন্দ্র এবং রাজ্য কে দুই সরকারকেই দুস লেন এই আন্দালনের মধ্যে দিয়ে। মিছিলে সামিল ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত, সুমন পাল, আশুতোষ, প্রদেশ কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা